Redmi Note 11T 5G : থাকছে ৫জি ও ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং
শিগগিরই বাজারে আসছে রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) ফোন। সম্প্রতি এই ফোনের ফাস্ট চার্জিং সাপোর্ট প্রসঙ্গে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। রেডমির এই ৫জি স্মার্টফোনে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ নভেম্বর ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) ফোন। শাওমি ইন্ডিয়ার এমডি এবং গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন সম্প্রতি টুইট করে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নতুন ফোনে একটি মিডিয়া টেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর থাকতে পারে।
যদিও চীনে সম্প্রতি লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ ৫জি (Redmi Note 11 5G) ফোন। এই ফোনই নাম বদলে রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) হিসেবে ভারতের বাজারে আসতে চলেছে।
এদিকে রেডমি ইন্ডিয়ার টুইটারে জানানো হয়েছে, স্মার্টফোন রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) তে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। তবে এই ফোনের সর্বোচ্চ চার্জিং ক্ষমতা কতটা পারে তা এখনও বলেনি রেডমি কর্তৃপক্ষ।
অন্যদিকে শোনা যাচ্ছে, এই ফোনে রেডমি নোট ১১ ৫জির মতো ৫০০০এমিএইচ ব্যাটারি থাকতে পারে।
এরমধ্যেই এমআইডটকম এবং অ্যামাজন ইন্ডিয়ার সাইটে রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) ফোনের নাম দেখা গেছে। অর্থাৎ এই দুই সাইট থেকে নতুন সিরিজের ফোনটি কেনা যাবে।
এই ফোনে ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকবে। এছাড়াও একটি ৬এনএম চিপসেট থাকতে পারে। মনু কুমার জৈন টুইটে তেমনই আভাস দিয়েছেন।
এর আগে জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১০টি ৫জি (Redmi Note 11T 5G) ফোন।