টেক্সটের বানান ঠিক করার জন্য অনেকেই অটোকারেক্ট ফিচার অন করে রাখেন। কিন্তু ফোনের ক্ষেত্রে এই অটোকারেক্ট ফিচার আরও জটিলতার সৃষ্টি করে। অনেক সময় ইউজাররা কী লিখতে চাইছে সেটি ঠিক মতো না বুঝেই কারেকশন হয়ে যায়। আর সে ভুলভাল মেসেজ চলে যায় অন্যদের কাছে।

তবে, ইউজাররা চাইলে সুবিধামতো এই অটোকারেক্ট ফিচারটি বন্ধ করে রাখতে পারেন। 

যেসব ইউজার সব ধরনের টেক্সটের ব্যবহারের জন্য গুগল জিবোর্ড এবং আইওএস ডিফল্ট কিবোর্ড ব্যবহার করেন, তাদের সুবিধার জন্য অটোকারেক্ট ফিচার অফ করে রাখা উচিত। দেখে নেওয়া যাক অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়।

অ্যান্ড্রয়েড ফোনে অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়-

স্টেপ ১ - প্রথমেই জিবোর্ড কিবোর্ডের মাধ্যমে খুলতে হবে গুগল সার্চ বার অথবা অন্য কোনো টেক্সট বক্স।

স্টেপ ২ - এরপর কিবোর্ডের টপ বারে থাকা সেটিং অপশন সিলেক্ট করতে হবে।

স্টেপ ৩ - সেটিং মেনু ওপেন হওয়ার পর, সেখানে ওপরের দিকে দেখা যাবে টেক্সট কারেকশন অপশন।

স্টেপ ৪ - সেখানেই দেখা যাবে অটো-কারেকশন অপশন। সেটি অন করতে হবে।

স্টেপ ৫ - সেটি অন করার পরেও নিজেদের কিবোর্ডে সাজেশন অপশন দেখা যাবে, কিন্তু এবার থেকে অটোমেটিক্যালি সেই শব্দ রিপ্লেস হয়ে যাবে না।

আইফোনে অটোকারেক্ট ফিচার বন্ধ করার উপায়-

স্টেপ ১ - প্রথমেই ওপেন করতে হবে সেটিং মেনু।

স্টেপ ২ - এরপর ওপরে থাকা জেনারেল ট্যাব খুলতে হবে।

স্টেপ ৩ - স্ক্রল ডাউন করে কিবোর্ড বাছতে হবে।

স্টেপ ৪ - এরপর সেখানে থাকা অটো-কারেকশন অপশন অন করতে হবে। এরপর সেই টুলে গিয়ে সেটি সুইচ অফ করতে হবে।

এমএইচএস