Xiaomi Redmi Note 9 ব্যবহারকারীদের জন্য সুখবর!
Xiaomi Redmi Note 9 (গ্লোবাল) স্মার্টফোনে এসেছে MIUI ভার্সনের আপডেট। এর সাথে অ্যান্ড্রয়েড সিকিউরিটির প্যাচও রোল আউট করেছে শাওমি। ফলে এর সিস্টেম আরও শক্তিশালী হবে।
গত অক্টোবরে নির্বাচিত কিছু ফোনের জন্য শাওমি MIUI 12.5 Enhanced Edition উন্মুক্ত করেছিল।
বিজ্ঞাপন
এই আপডেটে রেডমি নোট ৯ ফোনে নতুন কোনো ফিচার যুক্ত হবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ফোনের পারফরম্যান্স আরও উন্নত হবে।
শাওমি জানিয়েছে, এমআইইউআই ১২.৫ এনহ্যান্সড এডিশন অপ্টিমাইজেশনসহ এসেছে। এতে নতুন ফিচার যোগ বা কোনো ভিজ্যুয়াল পরিবর্তনের বিষয় নেই।
তবে সব রেডমি নোট ৯ ব্যবহারকারী একসাথে নতুন আপডেট পাবেন না। ধাপে ধাপে এটি রোল আউট করবে শাওমি। গতকাল থেকে ভারতের ব্যবহারকারীরা আপডেট পাচ্ছেন।
এদিকে বাংলাদেশে স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদনের ঘোষণা দিয়েছে শাওমি। সম্প্রতি ‘মেইড ইন বাংলাদেশ’ আয়োজনের মাধ্যমে এই ঘোষণা করা হয়।
ডিবিজি টেকনোলজি বিডি লিমিটেডের সঙ্গে বাংলাদেশে স্মার্টফোন তৈরি করবে শাওমি। ডিবিজি একটি গ্লোবাল ইএমএস কোম্পানি, তাদের ম্যানুফ্যাকচারিং বিজনেস রয়েছে বিশ্বব্যাপী। বিভিন্ন দেশের স্বনামধন্য কিছু ব্র্যান্ড ও কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য তাদের কারখানায় তৈরি হয়। ডিবিজি হংকং স্টক এক্সচেঞ্জে পাবলিক লিস্টেড কোম্পানি।
কারখানাটিতে শাওমি বাংলাদেশ প্রতি বছর প্রায় ৩০ লাখ স্মাার্টফোন তৈরি করবে। প্রাথমিক অবস্থায় এই কারখানায় প্রায় এক হাজার লোকের কর্মসংস্থান হবে। প্রায় ৫৫ হাজার বর্গফুট আয়তনের কারখানাটির অবস্থান গাজীপুরের বাইপাস রোডের কাছে ভগরায়।
শাওমি বাংলাদেশে কারখানাটিতে রেডমি সাব-ব্র্যান্ডের স্মার্টফোন দিয়ে শুরু করছে ফোন উৎপাদন। যেটি আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এরপর ধীরে ধীরে শাওমির অন্য স্মার্টফোনের পাশাপাশি পোকোর ফোনও তৈরি হবে কারখানায়।
এএ