আইফোন ১৩ প্রো ( ১২৮ গিগাবাইট) কিনতে কতদিন কাজ করতে হবে, সম্প্রতি এমন একটি সমীক্ষা চালিয়েছে পিকোডি ডটকম।  বিভিন্ন দেশের গড় উপার্জন ও আইফোন ১৩ প্রো'র স্থানীয় বাজার মূল্যের ওপর ভিত্তি করে এ সমীক্ষা চালানো হয়। এর মধ্যদিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য বেড়িয়ে এসেছে

সমীক্ষায় দেখা গেছে, মালয়েশিয়ায় আইফোন ১৩ প্রো'র অফিসিয়াল দাম ৪৮৯৯ রিংগিট। দেশটিতে আগের বছরের মতো এবারও আইফোনের সঙ্গে চার্জার ও হেডফোন দেওয়া হবে না। এগুলো আলাদা কিনতে হবে।

এদিকে মালয়েশিয়ার গড় বেতন ৩৩৯৯.১৭ রিংগিট। সে হিসেবে একটি আইফোন ১৩ প্রো কিনতে হলে একজন মালয়েশিয়ানকে ৩০.৩ দিন কাজ করতে হবে।

আইফোন ক্রয়ের দিক থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে সুইস, আমেরিকান ও অস্ট্রেলিয়ানরা। একজন সুইস মাত্র ৪.৪ দিনের উপার্জিত অর্থ দিয়েই আইফোন ১৩ প্রো কিনতে পারবেন। অপরদিকে এই ফোনটি কিনতে একজন আমেরিকানকে ৫.৯দিন ও অস্ট্রেলিয়ানকে ৬.৪ দিন কাজ করতে হবে।

এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির বাসিন্দাদের মাত্র ৭.৬ দিন কাজ করা লাগবে আইফোন ১৩ প্রো কিনতে। এরপরেই রয়েছে জাপান, তাইওয়ান ও চীনের অবস্থান। যেখানে একজন জাপানিকে ১০.২ দিনের বেতন গুণতে হবে, সেখানে চীনাদের দরকার পরবে ২৪.৪দিনের বেতন। আর তাইওয়ানীয়দের লাগবে ১৬.১ দিন।

আইফোন ইনডেক্স ২০২১-এর তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে জায়গা পেয়েছে শুধুমাত্র ভারত। যদিও একজন ভারতীয়কে ৭৫.৭ দিনের কাজের বেতন যোগ করতে হবে আইফোন ১৩ প্রো কিনতে।

এই সমীক্ষায় সবচেয়ে নিচের দিকে রয়েছে তুরস্ক। সেখানে ৯২.৫ দিনের বেতন যোগ করলে কিনা যাবে আইফোনের নতুন এই ভার্সনটি। আর ফিলিপাইনদের কাজ করতে হবে ৯০.২দিন।

উল্লেখ্য, পিকোডি ডটকম ২০১৮ সাল থেকে আইফোনের বার্ষিক মূল্য ও বিভিন্ন দেশের গড় বেতন অনুপাত নিয়ে আইফোন ইনডেক্স নামের এই সমীক্ষা পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় এবার তারা আইফোন ইনডেক্স ২০২১ প্রকাশ করেছে।