বাকিতে বাজার করার সুবিধা দিচ্ছে বাজারনাও!
বাকিতে গ্রোসারি পণ্য এবং বিনামূল্যে ডেলিভারি সুবিধা নিয়ে এলো বাজারনাও ডটকম। নতুন এ ই-কমার্স প্ল্যাটফর্মটিতে থাকছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর স্বপন কুমার দে জানান, সর্বনিম্ন ২০০ টাকার পণ্য কিনলেই বিনামূল্যে ডেলিভারি সুবিধা দেওয়া হবে। বাজারনাওয়ে ক্রেডিট অ্যাকাউন্ট খুললেই ৫০০ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বাকিতে বাজার করা এবং ২০ দিনে সুদ ছাড়াই মূল্য পরিশোধের সুযোগ থাকছে। তবে বাকিতে বাজারের সুবিধা এখন ঢাকার মধ্যে সীমাবদ্ধ।
বিজ্ঞাপন
তিনি আরো জানান, দ্রুতই অন্যান্য বিভাগীয় শহরে সেবা প্রদানের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় বাজারনাওকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে এসএসএল কমার্স, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে পেমেন্টের সুবিধা চালু হয়েছে।
এএ