উইচ্যাটসহ ৪৩টি অ্যাপ বেআইনিভাবে গ্রাহকের তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বেইজিং থেকে ওই কোম্পানিগুলিকে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বিশ্বব্যাপী এক বড় সমস্যায় পরিণত হয়েছে। সম্প্রতি গ্রাহকের তথ্য সম্পর্কে নিয়মাবলী আরও কড়াকড়ি করেছে চীন সরকার। আর এর পরেই নতুন নির্দেশ প্রকাশ্যে এলো। বেইজিংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অ্যাপগুলো গ্রাহকের কনট্যাক্ট লিঙ্ক ও লোকেশন ডেটা বেআইনিভাবে সংগ্রহ করেছে। এছাড়াও পপ আপ উইন্ডোর গ্রাহককে হয়রানির অভিযোগ তুলেছে চীনের সরকার।

এ তালিকায় রয়েছে আলিবাবা গ্রুপের একটি ই-রিডিং অ্যাপ। এছাড়াও রয়েছে জনপ্রিয় ট্রাভেল অ্যাপ ট্রিপ ডট কম ও ভিডিও স্ট্রিমিং অ্যাপ আইশিয়ি।

চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ অগাস্টের আগে এ সব অভিযোগের সমাধান করতে হবে অ্যাপগুলোকে। নির্দিষ্ট সময়ের মধ্যে এ সংশোধন না করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবহার নেওয়া হবে।

যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি উইচ্যাটের প্রধান কোম্পানি টেনসেন্ট, আলিবাবা ও ট্রিপ ডট কম।

টেক দুনিয়ায় সঠিক প্রতিযোগিতার সুযোগ করে দিতে নতুন আইনের খসড়া প্রকাশ করেছিল চীন সরকার। বিশেষ করে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে বিশেষভাবে উদ্যোগ নিচ্ছে শি জিনপিং সরকার। এছাড়াও দেশের মানুষের ব্যক্তিগত তথ্য যেন কোন কোম্পানি মুনাফার কাজে ব্যবহার না করে সেই দিকেও লক্ষ্য দিচ্ছে বেইজিং।

এসএম