আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তালেবানের পক্ষে করা সব পোস্ট মুছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। এই কাজের জন্য আফগানিস্তানের কয়েকজন বিশেষজ্ঞদের নিয়ে একটি টিমও গঠন করা হয়েছে।

এতদিন নিজেদের প্রচার ও বার্তা দেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে ফেসবুক ব্যবহার করত তালেবানরা। কিন্তু কাবুল পতনের পর আর সেই সুবিধা দিতে রাজি নয় ফেসবুক।

ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন আইনে তালেবানকে জঙ্গি সংগঠন হিসেবে বিচার করা হয়। নীতিমালা অনুযায়ী আমরা তাদের সেবা দেওয়া বন্ধ করছি। তালেবানদের সব অ্যাকাউন্ট ও পোস্ট ব্যান করা হচ্ছে।

ফেসবুক বলছে, যে সকল প্রোফাইল থেকে তালেবানদের বার্তা ছড়িয়ে দেওয়া হয় সেগুলোও বন্ধ করে দেওয়া হবে। এখন পর্যন্ত ফেসবুকে তালেবানদের সমর্থনে যেসব পোস্ট করা হয়েছে, তা মুছে ফেলা হবে। নতুন করে পোস্ট করা হলে, সেগুলোও নজরদারিতে আনা হবে।

ফেসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকেও তালেবানদের নিষিদ্ধ করা হচ্ছে। তবে তালেবান প্রসঙ্গে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি টুইটার।

সোশ্যাল মিডিয়া জায়ান্টটি বলছে, তারা এখনও আফগানিস্তানে জাতীয় সরকারের স্বীকৃতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। বরং এর জন্য তারা ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কর্তৃত্ব’ অর্থাৎ তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে কিনা— সেটি অনুসরণ করছে।

এএ