টুইটার ভেরিফায়েড করবেন যেভাবে
ফেসবুকের মত টুইটারেও যদি আপনার নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন দেখা যায় তাহলে কেমন হয়? টুইটারে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভেরিফায়েড করলে আপনিও পেতে পারেন ব্লু-ব্যাজ। মাঝে দীর্ঘসময় বন্ধ থাকলেও আবারো এই সুবিধা চালু করেছে টুইটার।
টুইটার বলছে, ফলোয়ারদের কাছে ব্যবহারকারীর টুইট গ্রহণযোগ্য করতে সাহায্য করে ব্লু-ব্যাজ। ৬টি বিভাগের মাধ্যমে টুইটার প্রোফাইল ভেরিফায়েডের আবেদন করা যায়। এগুলো হলো -
বিজ্ঞাপন
১. Government official or affiliate
২. Companies, brands or organizations
৩. News organizations or journalist
৪. Entertainer or entertainment group
৫. Professional sports or gaming entity
৬. Activists or influential individuals
নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রোফাইল ভেরিফাই করলেই ব্লু-ব্যাজ পাওয়া যায়। আজ আপনাকে জানাবো টুইটার ভেরিফায়েড করবেন যেভাবে-
১. ব্রাউজার থেকে “More” ট্যাবে ক্লিক করুন।
২. এবার Settings and privacy ট্যাবে ক্লিক করুন।
৩. Your Account অপশনে ক্লিক করুন।
৪. এখানে Account information -এ ক্লিক করুন এবং আপনার টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিন।
৫. এবার Verification Request থেকে Start Request -এ ক্লিক করুন।
৬. এখানে ৬টি বিভাগ থেকে আপনার বিভাগ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করুন।
টুইটার আপনার দেওয়া তথ্যবালী যাচাই-বাছাই করে ১৪ দিনের মধ্যে আবেদনের ফলাফল জানাবে।
এএ