প্রয়োজনীয় অনেক কিছু খুঁজতেই আমরা নিয়মিত গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি। সার্চ দিলেই চলে আসে নানা রকম তথ্য। কেন এরকম তথ্য দেখালো গুগল? এবার সে প্রশ্নের উত্তর দেবে গুগল নিজেই।

ম্যাশাবেলের প্রতিবেদন অনুযায়ী, এটি গুগলের একটি নতুন ফিচার। এখন থেকে সার্চ অ্যালগোরিদমের পেছনে কারণটা জানতে পারবেন ব্যবহারকারীরা।

ফলে ব্যবহারকারীরা সার্চ ফলাফলের তথ্য সম্পর্কে আরও নিশ্চিত হতে পারবেন। অন্যদিকে ওয়েবসাইটের কন্টেন্ট ক্রিয়েটররা গুগলের অ্যালগোরিদম ঠিক কীভাবে কাজ করছে, তাও পর্যবেক্ষণ করতে পারবেন।

গুগল সার্চের পর পরই প্রতিটা লিঙ্কের উপরে তিনটি করে ডট আসে। সেখানে ক্লিক করলে About this Result বলে একটি অপশন আসে। সেখান থেকেই সার্চ ইনফরমেশন পাওয়া যায়। তবে নতুন আপডেটে সেই ব্যবস্থা আরও গুছিয়ে সাজানো হয়েছে।

গুগল জানিয়েছে, সম্প্রতি যোগ করা এই তিনটে ডটে ক্লিক করে আরও নির্ভরযোগ্যতার সন্ধান করেছেন ১০ কোটিরও বেশি ব্যবহারকারী।

স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে যাতে নির্ভরযোগ্যতা থাকে এবং ভুল খবর না ছড়ায়, সেদিকেও নজর রাখবে এই নতুন আপডেট।

হিন্দুস্থান টাইমস/এএ