সিমসিম কিনে নিল ইউটিউব
ই-কমার্স প্ল্যাটফর্ম সিমসিম কিনে নিল ইউটিউব। সম্প্রতি গুগল একটি ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে কত টাকায় অধিগ্রহণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সিমসিম মূলত ভিডিও এর মাধ্যমে নানা রকম ডিজাইনিং পোশাক, প্রসাধনী, জুতা, হোম ডেকর, কিচেন টুলস এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে থাকে। আঞ্চলিক ক্ষেত্রে পণ্য উৎপাদনকারী ভিডিওর মাধ্যমে সেই পণ্য গ্রাহকদের সামনে তুলে ধরে। যে কোনো ব্যবসায়ী নিজেকে এখানে যুক্ত করতে পারেন।
বিজ্ঞাপন
সিমসিম কেনার পর ইউটিউব জানিয়েছে, তাদের লক্ষ্য ভারতের ছোট ব্যবসা এবং খুচরা বিক্রেতাদের আরো বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করা। ইউটিউব ব্যবহারকারীদের জন্যও বিশেষ অফার দেওয়া হবে।
সিমসিমে মূলত তিনটি ভাষায় ভিডিও করা হয়। বাংলা, হিন্দি এবং তামিল। তবে আরো অন্যান্য ভাষা কি যোগ হবে নাকি বিশেষ কোনো বৈশিষ্টের পরিকল্পনা রয়েছে ইউটিউব তা স্পষ্ট ভাবে জানায়নি।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিমসিম অধিগ্রহণ সম্পন্ন করবে ইউটিউব।
এএ