হোয়াটসঅ্যাপকে গোপনীয়তার নীতি স্থগিতের আদেশ
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ গোপনীয়তার নীতি স্থগিত করবে। শুক্রবার (১০ জুলাই) দিল্লি হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
বিজ্ঞাপন
হোয়াটসঅ্যাপের পক্ষে সিনিয়র আইনজীবী হরিশ সালভ বলেন, প্রধান বিচারপতি ডি এন প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিং নেতৃত্বাধীন একটি বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
আদেশে বলা হয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশনসের মাধ্যমে ব্যবহারকারীকে সম্মতি দিতে বাধ্য করতে পারবে না হোয়াটসঅ্যাপ। বর্তমানে তারা যে টার্মস অ্যান্ড কন্ডিশনস রেখেছে সেটি আপডেট করতে হবে।
হিন্দুস্তান টাইমস জানায়, বিষয়টি কমপিটিশন কমিশন অব ইন্ডিয়ার (সিসিআই) নজরেও পড়েছিল। দিল্লি হাইকোর্টের মতো তারাও প্ল্যাটফর্মটিকে নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস আপডেট করতে বলেছিল।
চলতি বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ গোপনীয়তার নীতিমালা অর্থাৎ নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস আনার কথা জানায়। তারা বলেছিল, ৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারকারীকে বাধ্যতামূলকভাবে সম্মতি দিতে হবে।
সমালোচনার পরিপ্রেক্ষিতে তারা ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দেয়। পরবর্তীতে মেসেজিং প্ল্যাটফর্মটি জানায়, সম্মতি না দিলেও নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।
এইচএকে/টিএম/এএ