একবার চার্জে চলবে ৮০ কিলোমিটার!
হেলিও এইচ-১০০ নামে নতুন একটি ইলেক্ট্রিক সাইকেল বাজারে এনেছে ভারতের কর্ণাটক রাজ্যের টাচ ইলেক্ট্রিক। মঙ্গলবার (৬ জুলাই) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, হাইব্রিড স্টাইলের ইলেক্ট্রিক সাইকেলটি একবার চার্জেই টানা ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর মূল্য প্রায় ৫০ হাজার রুপি। এর অন্য মডেলগুলো হলো- হেলিও এম-১০০, হেলিও এম-২০০, হেলিও এইচ-২০০।
বিজ্ঞাপন
টাচ ইলেক্ট্রিকের ওয়েবসাইট থেকে এটি বুকিং দেওয়া যাচ্ছে। নতুন ইলেক্ট্রিক সাইকেলটি ব্যবহারকারীর চলাফেরায় নতুন মাত্রা যোগ করবে আশা করছে টাচ ইলেক্ট্রিক।
সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রঘু কেরাকাট্টি বলেন, হেলিও এইচ-১০০ নামে এই ইলেক্ট্রিক সাইকেল বাজারে নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে।
একই সঙ্গে টাচ ইলেক্ট্রিক দাবি করেছে, নতুন ইলেক্ট্রিক সাইকেল হেলিও এইচ-১০০ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়েছে। সাইকেলটি ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, লিথিয়াম-আয়ন ব্যাটারি ও ২৫০-ডব্লিউ রিয়ার বিএলডিসি হাব মোটর দিয়ে তৈরি হয়েছে।
ভারতের কর্ণাটকের মহিশূরের ম্যানুফ্যাকচারিং ইউনিটে সাইকেলটি তৈরি করা হয়েছে। দেশটির সব ধরনের অঞ্চলেই এটি চালানো যাবে। তবে সাইকেলটি বাংলাদেশে পাওয়া যাবে কি না এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এইচএকে/এএ