‘হেট স্পিচ’ ঠেকাতে টুইটার কী করেছে? জানতে চাইল ফ্রান্সের আদালত
‘হেট স্পিচ’ ঠেকানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কী করেছে সেটি জানতে চেয়েছে ফ্রান্সের আদালত। সম্প্রতি আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
ফ্রান্সের আদালত বলেছে, বিদ্বেষপূর্ণ মন্তব্য দূর করার জন্য টুইটারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ প্ল্যাটফর্মটিতে অনেক ব্যবহারকারী ঘৃণা ও উস্কানি ছড়াচ্ছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে টুইটারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কাছে রয়টার্সের প্রতিবেদক তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।
রয়টার্স বলেছে, এর আগে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগলকে বাজারে আধিপত্য বিস্তারের অভিযোগে ২৭ কোটি ডলার জরিমানা করেছিল ফ্রান্সের আদালত। টুইটার, গুগলের মতো টেক প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশেই চলছে বিচার কার্যক্রম।
চলতি বছর মে মাসে যুক্তরাজ্যে নতুন আইন পাসের পরিকল্পনা গৃহীত হয়েছে। এই আইনের অধীনে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ প্রমাণিত হলে টেক প্ল্যাটফর্মগুলোকে আড়াই কোটি ডলার জরিমানা গুনতে হবে।
এইচএকে/টিএম/এএ