ফোন চুরি হলে আর্থিক তথ্য সুরক্ষায় যা করবেন
ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বাড়ছেই। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির। যে স্মার্টফোন দিয়ে আপনি ডিজিটাল পেমেন্ট করেন, সেই ফোন যদি কখনো হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তাহলে অসাধু মানুষের নিয়ন্ত্রণে চলে যেতে পারে আপনার আর্থিক লেনদেনের তথ্য। বিশেষ করে আপনি যে মাধ্যমগুলোতে লেনদেন করেন, সেগুলোর তথ্য বেহাত হওয়ার ঝুঁকি অনেক বেশি। তাই ফোন হারিয়ে গেলে অথবা চুরি হলে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।
ব্লক করুন সিম কার্ড
বিজ্ঞাপন
আপনার সিম কার্ডের ভেতর অনেক তথ্য থাকে। কোথায় কার সঙ্গে লেনদেন করছেন, সে ব্যাপারে অজ্ঞাত মানুষেরা জেনে যেতে পারেন। তাই স্মার্টফোন হারিয়ে গেলে সবার আগে সিম কার্ড ব্লক করা উচিত। এতে তথ্য বেহাত হওয়ার ঝুঁকি থেকে আপনি সুরক্ষিত থাকবেন।
ব্যাংকে গিয়ে পাল্টান ফোন নাম্বার
যিনি আপনার ফোন চুরি করেছেন, তিনি আপনার নাম্বার ব্যবহার করে ব্যাংকে রাখা টাকা আত্মসাৎ করতে পারেন। তাই দ্রুত ব্যাংকে গিয়ে আপনার ফোন নাম্বার পাল্টে ফেলুন। একই সঙ্গে ব্যাংকে আপনার অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড রিসেট করার আবেদন করুন এবং সম্ভব হলে ব্যাংক লেনদেন স্থগিত রাখুন। এতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। অচেনা মানুষেরা আপনার টাকা চুরি করতে পারবেন না।
সুরক্ষিত রাখুন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট
আপনি যে ডিভাইস বা ব্রাউজার দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, সেগুলো সুরক্ষিত রাখুন। কারণ সেখান থেকেও আর্থিক লেনদেনের তথ্য বেহাত হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলেন, সোশ্যাল মিডিয়ায় আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্যের গোপনীয়তার জন্য ‘প্রাইভেসি চেক-আপ’ ব্যবহার করা যায়।
সাধারণ ডায়েরি (জিডি) করুন
যেখান থেকে ফোন হারিয়েছে অথবা চুরি হয়েছে সেখানে অবস্থিত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন। এতে আপনার আইনী নিরাপত্তা বাড়বে।
এইচএকে/টিএম/এএ