হোয়াটসঅ্যাপে মেসেজ পড়া হয়েছে কি না বুঝবেন যেভাবে
স্বাভাবিকভাবেই হোয়াটসঅ্যাপে মেসেজ পড়া হয়েছে কি না সেটি জানার উপায় হলো ব্লু-টিক চিহ্ন বা মার্ক অ্যাজ রিড ফিচার। কিন্তু আজ আপনাকে জানাবো এই ফিচার ছাড়াও কীভাবে বোঝা যাবে মেসেজ পড়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক-
ব্লু-টিক বন্ধ আছে কি না বোঝার উপায়
বিজ্ঞাপন
১. হোয়াটসঅ্যাপ ওপেন করে যাকে মেসেজ পাঠাতে চান, তাকে মেসেজ পাঠিয়ে দিন।
২. সেই ব্যক্তির ব্লু-টিক বন্ধ আছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে মেসেজ পাঠানোর পর কিছুক্ষণ অপেক্ষা করুন।
৩. এবার যদি ধূসর-টিক চিহ্ন দেখতে পান, তাহলে বুঝবেন সেই ব্যক্তি অনলাইনে রয়েছেন এবং মেসেজ পৌঁছেছে।
৪. কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও যদি ব্লু-টিক দেখা না যায়, তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তির ব্লু-টিক বন্ধ থাকতে পারে।
সেক্ষেত্রে যা করবেন
১. ভয়েস মেসেজ পাঠান।
২. এবার বোঝা যাবে তিনি আপনাকে উপেক্ষা করতে চাইছেন কি না।
৩. ভয়েস মেসেজে কিছু বলার দরকার নেই। ১ থেকে ২ সেকেন্ডের একটি ভয়েস মেসেজ পাঠিয়ে দিন।
৪. ধূসর টিক চিহ্ন দেখলে বুঝবেন মেসেজটি পড়া হয়নি।
৫. প্রাপকের ব্লু-টিক বন্ধ থাকলেও ভয়েস নোটে ব্লু-টিক দেখা যাবে। অর্থাৎ প্রাপক ব্লু-টিক বন্ধ করে রাখলেও ভয়েস নোট থেকে সেটি মুছে যায় না।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।
এইচএকে/টিএম/এএ