প্রতিবছরের মতো ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১ আয়োজন করেছে বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন ফোরাম। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর তেজগাঁও স্কাই ভিউ রেস্টুরেন্টে শুধুমাত্র অ্যাওয়ার্ড বিজয়ী ও বিশেষ অথিতির উপস্থিতিতে এ অ্যাওয়ার্ড বিতরণী আয়োজন শেষ হয়। পুরো আয়োজনটি অনলাইন লাইভের মাধ্যমে সম্প্রচার করা হয়।

গত জুন মাসে অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের ২৯টি দেশ থেকে ১০০৮টি আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে ১৪২ জনকে প্রাথমিক নমিনেশন দেওয়ার মাধ্যমে মোট ১৫ জনকে ৭ ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয়।

এবিষয়ে বিডিএসআইএফের প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতি আলী আকবর আশা বলেন, আমাদের আয়োজনের মূল বিষয় থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার করে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিশ্ব্যব্যাপী তুলে ধরা ও বিশেষ সম্মাননা দেওয়া। যার মাধ্যমে যুবসমাজ যেন সামাজিক উন্নয়নমূলক কাজে উদ্ভূদ্ধ হয়। এ বছর আমরা করোনা পরিস্থিতে যে সব কার্যক্রম ব্যক্তিগত বা গ্রুপের মাধ্যমে এগিয়ে চিলো তাদের পুরষ্কৃত করেছি। 

তিনি আরও জানান, বিডিএসআইএফ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রার অংশীদারী প্লাটফর্ম হিসেবে কাজ করে। 

আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (এসপি) সানি সারওয়ার, রিয়েল ক্যাপিটা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আরিফুজ্জামান, চৌধুরী দৌলাত মাহমুদ জাফরি, সওদাগার ডট কমের প্রতিষ্ঠাতা আরিফ চৌধুরী, নাহিদ হাসান, ফারাহ মাহমুদ ট্রিনা, ডা. তানজিবা রহমান, মান্জুর আহমেদ সোহান (চেয়ারম্যান রিয়েল ক্যাপিটা গ্রুপ), নাফিসা আন্জুম খান, কাজী হাসান রবিনসহ আরও অনেকেই।

এসএম