Redmi Note Series : ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা
মিড রেঞ্জের স্মার্টফোন হিসেবে Xiaomi এর Redmi Note Series বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রায় প্রতি বছরই রেডমি নোট সিরিজের ফোনে শাওমি নতুন নতুন ফিচার যোগ করছে। শোনা যাচ্ছে এবার দুর্দান্ত এক ফিচার যোগ হচ্ছে রেডমি নোট লাইনআপে।
চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট অনুযায়ী, শাওমি তার রেডমি নোট সিরিজের স্মার্টফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি যোগ করা নিয়ে চিন্তাভাবনা করছে।শাওমি বর্তমানে সর্বোচ্চ ৬৭ ওয়াট র্যাপিড চার্জিং অফার করে।
২০১৯ এর নভেম্বরে অনুষ্ঠিত শাওমি ডেভেলপার কনফারেন্সে ১০০ ওয়াট সুপার চার্জ টার্বো প্রযুক্তি উন্মুক্ত করেছিল।
বিজ্ঞাপন
শাওমির দাবি ছিল, এটি একটি ৪,০০০ এমএএইচ ব্যাটারিকে ১৭ মিনিটের মধ্যেই শূন্য থেকে একশো শতাংশে চার্জ করতে সক্ষম। আবার সম্প্রতি শাওমি হাইপারচার্জ বলে ২০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির পরীক্ষা করে দেখিয়েছে।
যা একটি ৪,০০০ এমএএইচ ব্যাটারিকে শূণ্য থেকে পঞ্চাশ শতাংশ ৭ মিনিটে ও একশো শতাংশ চার্জ করতে ১৫ মিনিট সময় নেয়।
ধারণা করা হচ্ছে, মিড রেঞ্জ স্মার্টফোনে ১০০ ওয়াট এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যোগ করার বিষয়ে শাওমি পরিকল্পনা করছে।
এএ