অ্যান্ড্রয়েড ফোনের কল হিস্টোরির কারণে ব্যবহারকারী প্রায়ই বিপদে পড়েন। অনেক সময় দেখা যায়, সন্দেহপ্রবণ স্বামী বা স্ত্রী কল হিস্টোরিকে কেন্দ্র করে ব্যবহারকারীকে নজরদারিতে রাখতে পারেন। এতে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। অ্যান্ড্রয়েড ফোনে কল হিস্টোরি ডিলিট করার কিছু প্রক্রিয়া রয়েছে। একেক প্রতিষ্ঠানের স্মার্টফোনে কল হিস্টোরি ডিলিটের প্রক্রিয়া ভিন্ন ধরনের। ৫টি স্মার্টফোন কোম্পানির কল হিস্টোরি ডিলিটের প্রক্রিয়া নিয়েই আজকের আয়োজন-

এইচটিসি

এইচটিসি স্মার্টফোনে কল হিস্টোরি ডিলিটের জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়াগুলো অনুসরণ করেই এতে কল হিস্টোরি ডিলিট করা যায়।

১. ফোন অ্যাপ ওপেন করুন।

২. ‘হিস্টোরি’ অপশনে ক্লিক করুন।

৩. থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৪. ‘রিমুভ কল হিস্টোরি’ সিলেক্ট করুন।

৫. এবার যে নাম্বার ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন। সবগুলো ডিলিট করতে চাইলে ‘সিলেক্ট অল’ ক্লিক করুন।

৬. ‘ডিলিট’ অপশনে ক্লিক করুন।

স্যামসাং গ্যালাক্সি

স্যামসাং গ্যালাক্সি তৈরি করেছে স্যামসাং ইলেক্ট্রোনিক্স। নির্মিত হয়েছে গুগলের অ্যান্ড্রয়েড প্রযুক্তি দিয়ে। এতে কল হিস্টোরি ডিলিটের কিছু প্রক্রিয়া রয়েছে।

১. ফোন অ্যাপ ওপেন করুন।

২. থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৩. ডিলিট অপশন সিলেক্ট করুন।

৪. এবার যে কল আপনি ডিলিট করতে চাইছেন, সেটি সিলেক্ট করুন।

৫. এবার ‘ডিলিট’ অপশন সিলেক্ট করুন।

মটোরোলা

মটোরোলা ফোনে কল হিস্টোরি ডিলিট করার জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ফাইভ-জি ও অ্যান্ড্রয়েড প্রযুক্তির স্মার্টফোনটিতে কল হিস্টোরি ডিলিটের প্রক্রিয়া কিছুটা জটিল।

১. ফোন অ্যাপ ওপেন করুন।

২. ক্লক আইকনে যান।

৩. এবার থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৪. কল হিস্টোরি অপশন সিলেক্ট করুন।

৫. আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৬. ‘ক্লিয়ার কল হিস্টোরি’ ক্লিক করুন।

৭. ডিলিট নিশ্চিত করার জন্য ‘কনফার্ম’ বাটন সিলেক্ট করুন।

আসুস

আসুস বর্তমানে একটি জনপ্রিয় স্মার্টফোন। এতে কল হিস্টোরি ডিলিটের জন্য কিছু উপায় অবলম্বন করতে হবে।

১. ফোন অ্যাপ ওপেন করুন।

২. থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৩. ‘ম্যানেজ কল লগ’ ক্লিক করুন।

৪. ‘ডিলিট কল লগ’ সিলেক্ট করুন।

৫. এবার যে নাম্বার ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন। সবগুলো একসঙ্গে ডিলিট করতে চাইলে ‘সিলেক্ট অল’ অপশনে ক্লিক করুন।

৬. ‘ট্রাশ’ আইকন সিলেক্ট করুন।

৭. এবার ‘ওকে’ বাটনটি সিলেক্ট করুন।

এলজি

ব্যবহারকারীদের কাছে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন এলজি। এখানে কল হিস্টোরি ডিলিটের জন্য একাধিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

১. ফোন অ্যাপ ওপেন করুন।

২. কল লগ অপশন সিলেক্ট করুন।

৩. থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৪. ‘ক্লিয়ার অল’ অপশন সিলেক্ট করুন।

৫. এবার ‘ইয়েস’ বাটন সিলেক্ট করুন।

এইচএকে/এএ