আইফোন ১২ সিরিজের স্মার্টফোন

আঞ্চলিক সংস্থা ইউরেশিয়ান ইকোনোমিক কমিশনের (ইইসি) কাছ থেকে সনদ পেল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আইফোন ১৩ সিরিজ বাজারে আনার জন্য এ সনদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জিএসএমঅ্যারিনা।

অ্যাপল বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৩ সিরিজ বাজারে আনার কথা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইইসি ছাড়া বিশ্বের অন্য কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে সনদ পাওয়া সম্ভব হয়নি। চলমান করোনা পরিস্থিতির কারণে এমনটি হয়েছে। 

ইউরেশিয়ান ইকোনোমিক কমিশনের (ইইসি) সনদে আইফোনের নতুন সিরিজের মডেল নাম্বার প্রকাশ করা হয়েছে। মডেল নাম্বারগুলো হলো- A2628, A2630, A2634, A2635, A2640, A2643 এবং A2645। এসব ডিভাইসে আইফোন অপারেটিং সিস্টেম (আইওএস) চালু থাকবে বলে জানা গেছে। 

অ্যাপল বলছে, তারা আইফোন ১২ সিরিজ আপডেট করার চিন্তা করছে। এর মধ্যে আইফোন মিনিও রয়েছে। নতুন আপডেটে ৫ ন্যানোমিটার এ-১৫ চিপ এবং নতুন ডিজাইনের নচ রাখা হবে। তাছাড়া প্রো মডেলগুলোতে ১২০ হার্জ এলটিপিও ওএলইডি স্ক্রিন রাখা হবে। বর্তমানে প্রো মডেলগুলোতে ৬০ হার্জ এলটিপিও ওএলইডি স্ক্রিন ব্যবহৃত হচ্ছে। 

জিএসএমঅ্যারিনা জানায়, নতুন আইফোনের সিরিজে এফ/১.৮ অপটিকসসহ নতুন আল্ট্রাওয়াইড ক্যামেরা রাখা হবে। শোনা যাচ্ছে, এর প্রো ডিভাইসে মেইন ও আল্ট্রাওয়াইড স্ন্যাপার্সে সেন্সর শিফট স্ট্যাবিলাইজেশন রাখা হবে। আইফোন ১৩ মিনির ব্যাটারিতে চার্জ নেওয়ার ক্ষমতা থাকবে ২৪০৬ এমএএইচ। অন্যদিকে আইফোন ১৩ ও আইফোন ১৩ প্রোতে চার্জ নেওয়ার ক্ষমতা ৩০৯৫ এমএএইচ এবং আইফোন ১৩ প্রো ম্যাক্সে ৪৩৫২ এমএএইচ থাকবে।

এর আগে জানানো হয়েছিল, আইফোন ১৩ সিরিজে ‘ম্যাট-ব্ল্যাক’ অপশন রাখা হবে। এর মাধ্যমে উন্নত পোট্রেট মোড ব্যবহার করা যাবে। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, ক্যামেরায় পরিবর্তন, ব্যাটারির শক্তিশালী চার্জ ধারণ ক্ষমতা, নতুন ডিজাইনের ডিসপ্লে ও নচ এবং এ-১৫ চিপ ও নতুন ফাইভ-জি মডেম আসতে পারে। 

এইচএকে/এএ