স্মার্টফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে
বাসা কিংবা অফিসে ইন্টারনেটের গতি বেশি। অথচ স্মার্টফোনে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না- এমন সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন।
এ ক্ষেত্রে কিছু কায়দা কানুন মেনে চললে স্মার্টফোনেও ইন্টারনেটের গতি বাড়ানো বাড়ানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সে উপায়গুলো-
সরিয়ে ফেলুন অপ্রয়োজনীয় অ্যাপস
বিজ্ঞাপন
অনেকের স্মার্টফোনেই অপ্রয়োজনীয় অ্যাপস থাকে। এসব অ্যাপস ফোনের বেশিরভাগ জায়গা দখল করে নেয়। স্মার্টফোনে ইন্টারনেটের গতি কমে যাওয়ার অন্যতম কারণ এটি।
টেক বিশেষজ্ঞরা মনে করেন, স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপস থাকার কারণে ইন্টারনেটের গতি কমে যায়। তাই স্মার্টফোনে অপ্রয়োজনীয় অ্যাপস থাকলে সরিয়ে ফেলতে হবে।
খালি করুন স্টোরেজ
স্টোরেজ জায়গা না থাকলে স্মার্টফোনে ইন্টারনেট পাওয়া যায় না। অতিরিক্ত ছবি, ভিডিও কিংবা ফাইল স্মার্টফোনে থাকলে সেগুলো সরিয়ে ফেলাই ভালো। স্টোরেজ খালি করলে ইন্টারনেটের গতি বাড়ানো যায়।
ক্লিয়ার করুন ক্যাশড ডেটা
স্মার্টফোনের ক্যাশড ডেটা ক্লিয়ার করা না থাকলে ইন্টারনেটের গতি কমে যায়। সে কারণে বাসা অথবা অফিসে ইন্টারনেটের গতি বেশি হওয়া সত্ত্বেও স্মার্টফোনে ইন্টারনেট পাওয়া যায় না। টেক বিশেষজ্ঞরা বলেন, ক্যাশড ডেটা ক্লিয়ার করা থাকলে স্মার্টফোনে ইন্টারনেটের গতি বেশি পাওয়া যায়।
খেয়াল রাখুন এসডি কার্ডের প্রতি
স্মার্টফোনে ইন্টারনেট না পাওয়ার অন্যতম কারণ হতে পারে এসডি কার্ড। তাই মাঝেমধ্যে আপনার এসডি কার্ডের দিকে খেয়াল রাখুন। এসডি কার্ড ধীরগতির হলে ইন্টারনেটের গতি কমে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, হাই-স্পিডের এসডি কার্ড ব্যবহার করলে স্মার্টফোনে ইন্টারনেটের গতি বেশি হয়।
ঠিক করুন এপিএন সেটিংস
এপিএন (APN) এর পূর্ণ নাম হলো Access Point Network। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোনে ইন্টারনেটের গতি কম হলে ব্যবহারকারীদের এপিএন সেটিংস ঠিক রয়েছে কি না সেটি দেখে নেওয়া উচিত। কারণ কখনো কখনো এপিএন সেটিংস ভুল থাকার কারণে ইন্টারনেট পাওয়া যায় না।
সরিয়ে ফেলুন সোশ্যাল মিডিয়া অ্যাপস
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, স্মার্টফোনে ইন্টারনেট না পাওয়ার অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়া অ্যাপস। ফেসবুক, টুইটারসহ আরও অনেক ধরনের সোশ্যাল মিডিয়া থাকতে পারে স্মার্টফোনে। এগুলো সরিয়ে ফেললে ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব।
এইচএকে/আরআর/এএ