অ্যাপল নিয়ে এসেছে নতুন ডিভাইস- এয়ারট্যাগস। চলতি বছরের এপ্রিল বাজারে আসা এই ডিভাইস হারানো জিনিস খুঁজে পেতে সাহায্য করে। এবার এয়ারট্যাগসের নতুন আপডেট আনছে অ্যাপল। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

অ্যাপল বলেছে, এয়ারট্যাগস আপডেট করা হলে ব্যবহারকারী আরো সহজে হারানো আইফোনও ট্র্যাক করতে পারবে। 

সমালোচকদের বরাত দিয়ে বিবিসি বলেছে, ব্যবহারকারীর রিয়েল টাইম লোকেশন জানার উদ্দেশ্যেই এয়ারট্যাগস আপডেট করা হবে। ব্যবহারকারীর যাতে সহজে হারানো আইফোন ট্র্যাক করতে পারেন সে কারণে এয়ার ট্যাগসে নতুন আপডেট করা হবে। 

তথ্য চুরির অভিযোগ

এয়ারট্যাগসের নতুন আপডেট ব্যবহারকারীর কথা ভেবে করা হবে- অ্যাপলের এমন আশ্বাসে মন গলেনি সমালোচকদের। কারণ এপ্রিলে এটি চালুর সময় অ্যাপল বলেছিল, এর মাধ্যমে বেনামি ব্যবহারকারীদের প্রতিরোধ করা হবে। কিন্তু এখন এয়ারট্যাগসের নতুন আপডেটের ঘোষণা দেওয়ার পর অ্যাপল ব্যবহারকারীর তথ্য চুরি করতে চাচ্ছে। তথ্যের সুরক্ষা দেওয়ার বদলে ব্যবহারকারীদের তথ্য জেনে নিয়ে নিজেদের ব্যবসা গুছাতে চাইছে বলে অভিযোগ করেছেন সমালোচকরা। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, নতুন আপডেটের মধ্য দিয়ে অ্যাপল ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করতে পারে। কারণ আইফোনের মাধ্যমে সহজেই ব্যবহারকারীকে ট্র্যাক করা সম্ভব। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ট্র্যাক করা যায় না। 

এয়ারট্যাগসের অনেক ব্যবহারকারী তাদের ব্লগপোস্টে বলেছেন, তারা এটি ব্যবহার করে সহজেই তাদের পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবকে ট্র্যাক করতে পেরেছেন। আবার অনেকে বলেছেন, এয়ারট্যাগসে লোকেশন জানানোর সময় ১৫ মিনিট ধরে রিংটোন একেবারেই শোনা যায় না। অন্যদিকে কির্ক ম্যাকইলহার্ন প্রযুক্তি বিষয়ক ব্লগ ইনটেগোতে উল্লেখ করেন, সাধারণত এয়ার ট্যাগসের মাধ্যমে কাউকে ট্র্যাক করা হলে তিনদিনের মধ্যে ব্যবহারকারীর আইফোনের লোকেশন জানিয়ে দেওয়া হয়। অথচ তিনি দক্ষিণ লন্ডনে এক বন্ধুর হারানো আইফোন ট্র্যাক করেও লোকেশন জানতে পারেননি। চার দিনের বেশি সময় পার হওয়ার পরেও। 

পরিবর্তন আসছে?

সমালোচকরা বলছেন, ব্যবহারকারীর তথ্য চুরিই অ্যাপলের সফটওয়্যার আপডেটের উদ্দেশ্য। কিন্তু এর জবাবে অ্যাপল বলেছে, তথ্য চুরি নয়, এর মাধ্যমে ব্যবহারকারীর আইফোন সহজে ট্র্যাক করা যাবে। 

অ্যাপল আরও আশ্বাস দিয়েছে, ‘আগামী বছর আমরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এয়ারট্যাগস নিয়ে আসবো। যাতে তারা তাদের হারানো স্মার্টফোনটি ট্র্যাকিং করতে পারেন।’ 

এইচএকে/এএ