পাঁচটি বিমানে করে আইফোন ভারত থেকে নিয়ে গেল অ্যাপল

ভারতের কারখানা থেকে পাঁচটি বিমানে করে আইফোন আমেরিকায় নিয়ে গেল অ্যাপল।
মার্চের শেষ সপ্তাহেই মাত্র তিন দিনের মধ্যে আইফোন এবং অন্যান্য সামগ্রীবোঝাই পাঁচটি বিমান ভারত থেকে আমেরিকায় নিয়ে যায় মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
সম্প্রতি বিদেশি পণ্যের ওপর ‘পারস্পরিক শুল্ক’ বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে, ট্রাম্পের আরোপিত অতিরিক্ত এই শুল্ক এড়াতেই জরুরি ভিত্তিতে এই পদক্ষেপ নিলো আইফোন।
ভারতের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে বিষয়টি জানিয়েছেন। তার মতে, ৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া ট্রাম্পের ১০ শতাংশ পারস্পরিক শুল্ক এড়াতেই জরুরি ভিত্তিতে এই পণ্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে। শুধু ভারত থেকেই নয়, চীনের কারখানাগুলো থেকেও আমেরিকায় জরুরিভিত্তিতে পণ্য নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে জানা যায়, শুল্কের বোঝা সত্ত্বেও আপাতত ভারত বা অন্যান্য দেশের বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই অ্যাপলের।
বিভিন্ন দেশের কারখানা থেকে পণ্য আমেরিকায় নিয়ে যাওয়া সামগ্রিকভাবে পণ্যের দামের ওপর কী প্রভাব ফেলবে, তা-ও পর্যালোচনা করে দেখবে সংস্থা।
এমএ