স্মার্টফোনের ঈদ অফার ২০২৫ : সঙ্গীসহ ঘুরে আসুন কক্সবাজার

ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে দারুণ সব অফার! ইনফিনিক্স, ভিভো ও শাওমি তাদের গ্রাহকদের জন্য নিশ্চিত ক্যাশব্যাক, আকর্ষণীয় উপহার এবং বিশাল মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে। ঈদের কেনাকাটায় নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এবারই সেরা সুযোগ!

টেকনো'র সাথে ঈদের খুশি জমবে বেশি 

টেকনো’র সাথে “ঈদের খুশি জমবে বেশি” ট্যাগলাইনে আসন্ন ঈদ উপলক্ষে ক্যামন ৩০ (১২জিবি), ক্যামন ৩০এস, স্পার্ক ৩০ এবং স্পার্ক ৩০সি ডিভাইসগুলোর যেকোনো একটি ফোন ক্রয় করলেই পাওয়া যাবে আকর্ষনীয় উপহার এর মধ্যে থাকছে রিভো ইলেকট্রিক বাইক, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২, ফ্যান্টম ফ্লিপ অথবা নগদ সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জয়ের সুযোগ। 

৭ মার্চ থেকে শুরু হওয়া এই অফারটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। উল্লেখ্য, একটি মোবাইল নম্বর দিয়ে একবারই পুরস্কার জেতা যাবে।  

উপহার জেতার এই দৌড়ে অংশগ্রহণ করতে, আপনার পছন্দের স্মার্টফোনটি কিনুন এবং রিটেইল কোড সংগ্রহ করুন। এরপর, ‘TECNO<space>IMEI1<space>RetailCode’ (টেকনো<স্পেস<আইএমইআই১<স্পেস<রিটেইল কোড) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর সাথে সাথেই ক্রেতাকে রিপ্লাই এর মাধ্যমে পুরস্কার সম্পর্কে অবহিত করা হবে। অফারটি পেতে বিক্রেতাকে এসএমএসটি দেখিয়ে উপহার বুঝে নিতে পারবেন।

স্যামসাং স্মার্টফোনে দুর্দান্ত মূল্যছাড়

এই ঈদে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে স্যামসাং। দুর্দান্ত এ অফারের আওতায় স্যামসাংয়ের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা উপভোগ করবেন বিশাল মূল্যছাড়। সীমিত সময়ের জন্য চলা এই অফারের মাধ্যমে ক্রেতারা এখন স্যামসাং গ্যালাক্সি এ১৬ ফাইভজি থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি এস২৫ ফাইভজি আল্ট্রার মতো জনপ্রিয় মডেলগুলো কেনার ক্ষেত্রে ২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৭,২০০ টাকা পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন।

যারা নতুন স্মার্টফোন কেনা বা পুরানো ফোন আপগ্রেড করার কথা ভাবছেন, স্যামসাংয়ের ঈদ অফারে তারা কিনতে পারেন তাদের পছন্দের স্মার্টফোন। প্রোমো অফারে ১৭,০০০ টাকার ছাড়ে ক্রেতারা গ্যালাক্সি এস২৫ আল্ট্রা (১২/২৫৬ জিবি) কিনতে পারবেন ২,১৯,৯৯৯ টাকায়। এবং ১৭,২০০ টাকা মূল্যছাড়ের অফারে গ্যালাক্সি এস২৪ এফই (৮/২৫৬ জিবি) কেনা যাবে ১,১৪,৯৯৯ টাকায়।

এছাড়াও স্যামসাংয়ের জনপ্রিয় এ সিরিজের স্মার্টফোনের ওপরও থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। গ্যালাক্সি এ৫৫ ফাইভজি (৮/১২৮ জিবি) এখন মাত্র ৬৪,৯৯৯ টাকায় কেনা যাবে—এক্ষেত্রে ক্রেতারা উপভোগ করবেন পাচ্ছেন ১৪,০০০ টাকা ডিসকাউন্ট। গ্যালাক্সি এ৩৫ ফাইভজি (৮/১২৮ জিবি) স্মার্টফোনটি ১২,২০০ টাকা মূল্যছাড়ের ফলে এখন পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়।

যারা সাশ্রয়ী দামে বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্যও রয়েছে দারুণ অফার। অফারের আওতায়, গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৮/২৫৬ জিবি), গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৮/১২৮ জিবি) ও গ্যালাক্সি এ১৬ ফাইভজি (৬/১২৮ জিবি) – এই তিনটি বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা উপভোগ করবেন ২,০০০ টাকার মূল্যছাড়। প্রোমো মূল্যে ফোনগুলো যথাক্রমে পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকা, ২৭,৯৯৯ টাকা ও ২৫,৯৯৯ টাকায়।

ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি

প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স নিয়ে এসেছে ‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’ নামের বিশেষ ক্যাম্পেইন। এই অফারের আওতায় নির্দিষ্ট মডেলের ইনফিনিক্স স্মার্টফোন কিনলে নিশ্চিত ক্যাশব্যাক, আকর্ষণীয় উপহার এবং চমকপ্রদ গ্র্যান্ড প্রাইজ জেতার সুযোগ থাকছে!  অফার চলবে ১ এপ্রিল ২০২৫ পর্যন্ত।

যেসব ইনফিনিক্স স্মার্টফোনে অফার রয়েছে -

  • Infinix Note 40S – ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জিংসহ আধুনিক প্রযুক্তি।
  • HOT 50 Pro+ & HOT 50 Pro – প্রিমিয়াম ফিচার, বাজেট-বান্ধব দামে।
  • HOT 50i – শক্তিশালী পারফরম্যান্স ও স্মার্ট ডিজাইন।
  • Smart 9 – সাশ্রয়ী দামে সেরা ফিচার।

এসব ফোন কিনে পেতে পারেন ১০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। সাথে থাকছে নতুন ইনফিনিক্স স্মার্টফোন জয়ের সুযোগ। কক্সবাজার কাপল ট্রিপ – ঈদে ছুটি কাটানোর স্বপ্নের সুযোগ!

অফার পেতে স্মার্টফোন কেনার পর প্যাকেজে থাকা কিউআর কোড স্ক্যান করুন। সাথে সাথেই নিশ্চিত ক্যাশব্যাক ও পুরস্কারের সুযোগ উপভোগ করুন!

ভিভো ‘ঈদের আগেই ঈদের খুশি’ ক্যাম্পেইন

ভিভো স্মার্টফোনপ্রেমীদের জন্য নিয়ে এসেছে ‘ঈদের আগেই ঈদের খুশি’ ক্যাম্পেইন। জনপ্রিয় ভি সিরিজের স্মার্টফোনগুলোর সাথে থাকছে দারুণ সব উপহার।

  • Vivo V40 – ক্রেতারা উপহার হিসেবে পাবেন রিরো W1 স্মার্টওয়াচ।
  • Vivo V40 Lite – থাকছে রিরো L15 স্মার্টওয়াচ।
  • Vivo Y29 – নতুন এই স্মার্টফোন কিনলে উপহার হিসেবে রিরো বি১০ নেকবেন্ড একদম ফ্রি!

শাওমি ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইন – ৪৫% পর্যন্ত ছাড়

শাওমি স্মার্টফোনপ্রেমীদের জন্য ঈদ উপলক্ষে ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে থাকছে ৪৫% পর্যন্ত বিশাল মূল্যছাড়! ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।

ডিসকাউন্টের আওতায় থাকছে-

  • Redmi Buds 5A – মাত্র ১৪৯৯ টাকা (সর্বোচ্চ মূল্য ছিল ২৭৯৯ টাকা)।
  • Redmi Buds 5C – মাত্র ১৯৯৯ টাকা (পূর্ব মূল্য ৩৪৯৯ টাকা)।
  • POCO Pods – মাত্র ১১৯৯ টাকা (পূর্ব মূল্য ১৯৯৯ টাকা)।
  • Redmi Watch 5 Active – মাত্র ২৯৯৯ টাকা (পূর্ব মূল্য ৪৪৯৯ টাকা)।
  • Redmi Watch 5 Lite – মাত্র ৪৪৯৯ টাকা (পূর্ব মূল্য ৬৪৯৯ টাকা)।

এই অফার পেতে হলে শাওমির অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে নির্দিষ্ট মডেলের ফোন কিনতে হবে।

ঈদ উপলক্ষে ইনফিনিক্স, ভিভো ও শাওমি দিচ্ছে দারুণ সব অফার। নিশ্চিন্তে স্মার্টফোন কিনে ক্যাশব্যাক, উপহার ও বিশাল মূল্যছাড় উপভোগ করুন। ঈদের আনন্দকে আরও রঙিন করতে এখনই পছন্দের স্মার্টফোনটি কিনুন এবং অফারগুলো লুফে নিন!