বন্ধ হচ্ছে গুগল ফটোজের ফ্রি-স্টোরেজ! তাহলে কী করবেন?
১ জুন থেকে গুগল ফটোজে রাখা ছবি ও ভিডিওর স্টোরেজ ১৫ জিবি পার হলেই গুনতে হবে টাকা। গুগলে ব্যবহারকারীদের ‘ফ্রি-স্টোরেজ’ ব্যবহারের সময় শেষ হচ্ছে ৩১ মে। ব্যবহারকারীরা ১৫ জিবির বেশি ছবি বা ভিডিও কীভাবে সংরক্ষণ করবেন সে সম্পর্কে আজ জানাবো।
বদলে ফেলুন ছবির কোয়ালিটি
বিজ্ঞাপন
আপনি যদি অরিজিনাল কোয়ালিটিতে ছবি আপলোড করেন তাহলে এখনই সেগুলো হাই-কোয়ালিটিতে সেভ করুন। কেননা গুগল ফটোজ এতে সব ছবি বা ভিডিও ১৬ মেগাপিক্সেল রেজলেশনে রূপান্তর হয়ে যাবে। আপনার ফোনে ১৬ মেগাপিক্সেল রেজলেশনের বেশি ক্যামেরা থাকলে আপনি সেটিংসটি ব্যবহার করতে পারেন।
সরিয়ে ফেলুন অপ্রয়োজনীয় ছবি
আপনার গুগল ফটোজ অ্যাকাউন্টে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও থাকলে সেটি সরিয়ে ফেলুন। কেননা এতে স্টোরেজ থেকে কিছু জায়গা খালি হয়ে যাবে।
সরিয়ে ফেলুন মেইল ও গুগল ড্রাইভের অপ্রয়োজনীয় ফাইল
১৫ জিবি স্টোরেজের মধ্যে কেবল গুগল ফটোজ থাকছে না। গুগলের সব সার্ভিসই এর আওতাভুক্ত। তাই মেইল ও গুগল ড্রাইভে যদি অপ্রয়োজনীয় ফাইল থাকে তাহলে সেটি সরিয়ে ফেলুন।
আলাদা গুগল অ্যাকাউন্ট খুলুন
চাইলে আলাদা একটি গুগল অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে ওই অ্যাকাউন্টে ছবি বা ভিডিওর ব্যাক-আপ রাখা যাবে।
ফোনে ছবি রাখুন
আপনার ফোনে স্টোরেজ বেশি হলে ফোনের গ্যালারি অপশনেও এসব ছবি রাখতে পারেন। ফোনে ২৫৬ জিবি বা ৫১২ জিবি স্টোরেজ থাকলে এসব ছবি রাখতে সুবিধা হবে।
আইক্লাউড ব্যবহার করুন
আইফোনের ব্যবহারকারীরা আইক্লাউড ব্যবহার করতে পারেন। যদিও গুগল ফটোজের মতো সেখানেও টাকা দিয়ে অতিরিক্ত স্টোরেজ কেনার নিয়ম রয়েছে।
এইচএকে/এএ