পাসওয়ার্ড ভুলে গেলে স্মার্টফোন আনলক করবেন কীভাবে?
স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও চলে না। নানা কাজেই ব্যবহৃত হচ্ছে এটি। এমন অনেকে রয়েছেন যারা স্মার্টফোন লক করে পাসওয়ার্ড ভুলে যান। এমন পরিস্থিতির মুখোমুখি হলে কী করবেন? পাসওয়ার্ড ভুলে গেলে স্মার্টফোন আনলক করবেন কীভাবে? সে উপায় আজ আপনাকে জানাবো-
বিজ্ঞাপন
প্রথম ধাপ
প্রথমে গুগলে ফাইন্ড মাই ডিভাইস সার্চ করুন। এবার সেখানে ভিজিট করে স্মার্টফোনে যে অ্যাকাউন্ট খোলা আছে সেটি লগ-ইন করুন।
দ্বিতীয় ধাপ
চুজ দ্য ডিভাইস ইউ ওয়ান্ট টু আনলক>সিলেক্ট লক>এন্টার আ টেম্পোরারি পাসওয়ার্ড- এ পর্যায়ক্রম অনুসরণ করে ‘লক অ্যাগেইন’ ক্লিক করুন।
তৃতীয় ধাপ
এ ধাপে এসে আপনি দেখতে পাবেন প্লে-সাউন্ড, সিকিউর ডিভাইস এবং ইরেজ ডিভাইস অপশন। এবার অস্থায়ীভাবে একটি পাসওয়ার্ড দিন।
চতুর্থ ধাপ
এবার আপনার অ্যান্ড্রয়েড ফোনটি হাতে নিন। পাসওয়ার্ড দিয়ে আনলক করে ফেলুন। তারপর লক-স্ক্রিন সেটিংস অপশনে যান এবং অস্থায়ী পাসওয়ার্ডটি ডিজএবল করে দিন।
এইচএকে/এএ