ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। সোমবার পূর্ব মেদিনীপুরসহ পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলে ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। স্মার্টফোনে ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধি সম্পর্কে জানাতে দেশটির সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেসব উদ্যোগের ব্যাপারে- 

উইন্ডি 

ঘূর্ণিঝড় সম্পর্কে বহুল ব্যবহৃত একটি ওয়েবসাইট Windy। এর মাধ্যমে ঘূর্ণিঝড়, জলচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আপডেট তথ্য নেন অনেকেই। 

মওসুম ওয়েবসাইট

ব্রাউজারে mausam.imd.gov.in লিখে সার্চ করে ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কে জানা যায়। ওয়েবসাইটটিতে ‘সাইক্লোন’ অপশনে ক্লিক করে ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কে জানা সম্ভব। এখান থেকে সব আপডেট তথ্য দেখে নেওয়া যায়। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট। 

UMANG অ্যাপ

UMANG অ্যাপের মাধ্যমেও ঘূর্ণিঝড় ইয়াসের সব আপডেট পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইস ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এ অ্যাপের মাধ্যমে ঘূর্ণিঝড়টির গতিবিধি ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে। 

হারিকেনজোন ডট নেট

ঘূর্ণিঝড়টির অবস্থান জানার জন্য www.hurricanezone.net ওপেন করতে পারেন। এখানে ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধি ও অবস্থান সম্পর্কিত যাবতীয় তথ্য জানা সম্ভব। এখান থেকে ঘূর্ণিঝড় সম্পর্কিত সব ধরনের তথ্য ট্র্যাক করা যায়। টাইফুন ও হ্যারিকেনের তথ্যও পাওয়া যায়। 

আরএসএম ওয়েবসাইট

ভারতের কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট www.rsmcnewdelhi.imd.gov.in-এ ঘূর্ণিঝড়টির সব তথ্য জানতে পারবেন। তাছাড়া এখান থেকে দেশটির সব ধরনের ঘূর্ণিঝড় সম্পর্কিত সব তথ্য জানা যায়।

এইচএকে/টিএম/এএ