ভারতে তিন মাসে হোয়াটসঅ্যাপে ৪৩ হাজার ৭৯৭টি জালিয়াতি
মানুষকে বোকা বানাতে সাইবার জালিয়াতদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হলো হোয়াটসঅ্যাপ। আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলছেন প্রতরকরা।
কখনো শেয়ারে লগ্নি করে বিপুল লাভের হাতছানি, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা দিতে বাধ্য করা, কখনো বা অন্তরঙ্গ ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানির হুমকি দিয়ে টাকা হাতানোর ঘটনা ঘটছে প্রতিনিয়তই।
বিজ্ঞাপন
সদ্য বিদায়ী বছরের (২০২৪ সাল) প্রথম তিন মাসে ৮৬ হাজার ২৭৭টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে ভারতে। জালিয়াতির শিকার হয়ে প্রায় ১২৫ কোটি টাকা খুইয়েছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।
আরও পড়ুন
সবচেয়ে বেশি ৪৩ হাজার ৭৯৭টি জালিয়াতির ঘটনা ঘটেছে হোয়াটসঅ্যাপে। সেই তুলনায় কিছুটা পিছিয়ে টেলিগ্রাম, ইনস্টগ্রামের মতো অ্যাপগুলো। কারণ এ সময় টেলিগ্রামে প্রতারণা হয়েছে ২২ হাজার ৬৮০টি ও ইনস্টাগ্রামে ১৯ হাজার ৮০০টি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে ভারতের বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যার তুলনায় এই তথ্য অনেকটাই কম। বিশেষ করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় সামাজিক লজ্জার কারণে পুলিশে অভিযোগ জমা পড়ে না।
এমএ