টিন্ডার কী?
মন দেওয়া নেওয়ার জন্য তরুণদের কাছে টিন্ডার বেশ আলোচিত। অনলাইনে ডেটিং করার জন্য নির্ভরযোগ্য একটি মাধ্যম এটি। ২০১২ সালে অ্যাপটি যাত্রা শুরু করে। অ্যান্ড্রয়েড কিংবা আইফোন উভয় ডিভাইসে অ্যাপটি ব্যবহার করার সুযোগ রয়েছে।
কীভাবে ব্যবহার করবেন টিন্ডার অ্যাপ?
বিজ্ঞাপন
হিঙ্গে, প্লেনটি অব ফিশ, ওকে-কুপিডসহ একাধিক ডেটিং অ্যাপের তুলনায় টিন্ডার একটু বেশিই জনপ্রিয়। এতে বিনামূল্যে সাইন-আপের সুযোগ রয়েছে। তবে টিন্ডার অ্যাপ মাঝেমধ্যে বিভিন্ন প্রিমিয়াম ফিচার চালু করা যায়।
টিন্ডার অ্যাকাউন্ট খোলার উপায়
টিন্ডারে বিনামূল্যে সাইন-আপ করা যায়। সে কারণে অ্যাপটি তরুণদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আজ আপনাকে জানিয়ে দেবো টিন্ডারে অ্যাকাউন্ট খোলার উপায় সম্পর্কে-
১. টিন্ডার অ্যাপে সাইন-আপ করার জন্য প্রথমে গুগলের প্লে-স্টোর অথবা আইফোনের অ্যাপস্টোর থেকে টিন্ডার অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর ফেসবুক, জিমেইল কিংবা ব্যক্তিগত ফোন নম্বর দিয়ে সাইন-আপ করতে হবে।
২. সাইন-আপ করার সময় সব তথ্য সঠিকভাবে দিন। পরিচয়, জন্মতারিখ, শখ বা ইন্টারেস্ট নির্ভুলভাবে দিতে হবে। অনেকেই অ্যাকাউন্ট খোলার সময় সঠিক তথ্য দেন না। ফলে অন্যরা বিভ্রান্ত হন।
৩. টিন্ডার অ্যাকাউন্ট খোলার সময় সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক দেওয়ার মাধ্যমে আপনার অনুসরণকারীরা সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
টিন্ডারের কিছু বাটন
অ্যাকাউন্ট খোলার পর আপনি টিন্ডারের বেশ কিছু বাটন দেখতে পাবেন। এসব বাটনের মাধ্যমে কাউকে অনুসরণ কিংবা লাইক করতে পারেন। মেসেজও দিতে পারেন।
রি-উইন্ড
হলুদ রংয়ের রি-উইন্ড বাটন ব্যবহার করে আগের ম্যাচটি ফিরিয়ে আনা যায়।
এক্স
লাল রংয়ের এক্স বাটনটি অনেকটা ডিসলাইক অপশনের মতো। কাউকে মনে না ধরলে এ বাটন ক্লিক করে জানিয়ে দেওয়া যায়।
স্টার
টিন্ডারে ‘সুপার-লাইক’ দেওয়ার অপশন রয়েছে। অ্যাপটিতে আকর্ষণীয় কোনো ম্যাচ এলে নীল রংয়ের স্টার বাটন ক্লিক করেন ব্যবহারকারীরা।
হার্ট
কাউকে পছন্দ হলে ব্যবহারকারীরা টিন্ডারে সবুজ রংয়ের হার্ট বাটনে ক্লিক করেন।
লাইটেনিং বোল্ট
এটি প্রিমিয়াম বাটন। অর্থাৎ বিনামূল্যে ব্যবহার করা যায় না। মনের মতো কাউকে পেয়ে গেলে তখন বাটনটি ক্লিক করেন ব্যবহারকারীরা।
টিন্ডার প্রিমিয়াম ফিচার
টিন্ডারে বিনামূল্যে সাইন-আপ করা গেলে মাঝেমধ্যেই তারা প্রিমিয়াম ফিচার নিয়ে আসে।
টিন্ডার প্লাস
মাসে ৯ দশমিক ৯৯ ডলার দিয়ে টিন্ডার প্লাস ফিচার কিনতে হয়। ফিচারটি ব্যবহার করলে লোকেশন বদলানো, বেশি বেশি ‘সুপার-লাইক’ দেওয়া, ‘বুস্ট’ এবং ‘রি-উইন্ডিং’ করার সুযোগ পাওয়া যায়।
টিন্ডার গোল্ড
মাসে ১৮ ডলার দিয়ে টিন্ডার গোল্ড ফিচার কিনতে হয়। এতে টিন্ডার প্লাসের সব সুবিধাসহ কোন কোন প্রোফাইল থেকে লাইক এসেছে সেটি দেখা যাবে।
টিন্ডার প্লাটিনাম
মাসে ৩২ থেকে ৪০ ডলার মূল্যে টিন্ডার প্লাটিনাম ফিচার কিনতে হয়। টিন্ডার প্লাস ও গোল্ড ফিচারের সুবিধাসহ কাউকে লাইক দেওয়ার সময় অটোমেটিক সাবস্ক্রাইব এবং ‘সুপার-লাইক’ দেওয়ার আগে মেসেজ করার সুযোগ রয়েছে।
এইচএকে/আরআর/এএ