আইসিটিতে দক্ষদের নিয়ে ‘ট্যালেন্ট পুল’ তৈরি করবে সরকার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষদের নিয়ে একটি ‘ট্যালেন্ট পুল’ (মেধা ভাণ্ডার) তৈরি করবে সরকার। এতে চাকরিতে দক্ষদের নিয়োগ দেওয়া সহজ হবে।
শনিবার (২২ মে) ‘বিডি স্কিলস ডট গভ ডট বিডি’ ডিজিটাল প্লাটফর্ম নিয়ে পাওয়ার পয়েন্টস প্রেজেন্টেশন শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
জুনাইদ আহমেদ পলক বলেন, আইটির বিভিন্ন বিষয়ে পরীক্ষার মাধ্যমে যোগ্য ও দক্ষ মানুষ বাছাইয়ের জন্য বিডিস্কিলস শীর্ষক প্লাটফর্মটি গড়ে তোলা হচ্ছে। আইটি কোম্পানিগুলো এ প্লাটফর্মে প্রবেশ করে ‘ট্যালেন্ট পুল’ থেকে চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি নিয়োগ দিতে পারবে।
অনুষ্ঠানে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্পের ‘বিডি স্কিলস ডট গভ ডট বিডি’ প্লাটফর্মটি আগামী ৩ জুন উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ প্লাটফর্মটি এমন হতে হবে, যাতে সারাদেশের বিভিন্ন স্থান থেকে চাকরি প্রত্যাশীরা আইটির বিভিন্ন বিষয়ে যোগ্যতার পরীক্ষা দিতে পারেন। শুধু বর্তমানের কথা ভেবে নয়, ভবিষ্যতের কথা ভেবে প্লাটফর্মটির উন্নয়ন করতে হবে।
তিনি জানান, প্লাটফর্মটির ব্যবহার করে পিএইচপি, লারাভেল, প্রোগ্রামিং, কোডিংয়ের মতো আইটি বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়া, উত্তীর্ণ ও সার্টিফিকেটধারীদের সব তথ্য এতে থাকতে হবে, যাতে যেকোনো প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী তাদের চাকুরিতে নিয়োগ দিতে পারে।
অনুষ্ঠানে বলা হয়, চাকরিতে নিয়োগের জন্য আবেদন থেকে শুরু করে পরীক্ষা এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াটি ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাই সম্ভব হয় না। কিন্তু বিডি স্কিলস ডট গভ ডট বিডি প্লাটফর্ম ব্যবহারে আইটি কোম্পানি এবং সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাজ সহজ হয়ে যাবে। এতে চাহিদা অনুযায়ী যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া সম্ভব হবে।
এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) এনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক ড. বি এম মঈনুল হোসেন, ব্রেইন স্টেশনের রাইসুল কবিরসহ আরও অনেকে।
একে/আরএইচ