শতভাগ স্কলারশিপে আইটিতে দক্ষ হওয়ার সুযোগ ৪০ শিক্ষার্থীর
দেশসেরা আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিডিকলিং একাডেমিতে শতভাগ স্কলারশিপে আইটিতে দক্ষ হওয়ার সুযোগ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থী। এছাড়া ৮০ শতাংশ স্কলারশিপে ৮২ জন, ৬০ শতাংশ স্কলারশিপে ১৩৬ জন, ৫০ শতাংশ স্কলারশিপে ১১৯ জনসহ বিশ্ববিদ্যালটির সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন পরিমাণ স্কলারশিপে দক্ষতা অর্জনের জন নির্বাচিত হয়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) বিডিকলিং একাডেমির জেনারেল ম্যানেজার (জিএম) রনি চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী সেলস কার্নিভালে বিডিকলিং একাডেমি অংশগ্রহণ করে। ব্যতিক্রমী এই আয়োজনে আইটি সেক্টরে ক্যারিয়ার, স্কিল ডেভেলপমেন্ট অপরচুনিটিসহ আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্ন সম্পর্কে আলোচনা হয়। এসময় লটারি বক্স এবং কুইজ সেশনের মাধ্যমে এক হাজারের অধিক শিক্ষার্থীকে বিডিকলিং একাডেমিতে স্কিল ডেভেলপমেন্টে ১০০ থেকে সর্বনিম্ন ২০ শতাংশ পর্যন্ত স্কলারশিপে ভর্তির সুযোগ দেওয়া হয়।
স্কলারশিপ প্রাপ্তদের মধ্যে প্রথম দিনে শতভাগ স্কলারশিপ পেয়েছেন ১৮ জন, ৮০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন ৪২ জন, ৬০ শতাংশ স্কলারশিপ ৯০ জন, ৫০ শতাংশ পেয়েছেন ৬২ জন শিক্ষার্থী। ৪০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন ৫১ জন, ৩০ শতাংশ পেয়েছেন ৩৮ জন শিক্ষার্থী। এছাড়াও দ্বিতীয় দিনে শতভাগ স্কলারশিপ ২২ জন, ৮০ শতাংশ স্কলারশিপ ৪০ জন, ৬০ শতাংশ স্কলারশিপ ৪৬ জন, ৫০ শতাংশ পেয়েছেন ৫৭ জন শিক্ষার্থী। এছাড়াও ৪০ শতাংশ স্কলারশিপ পেয়েছেন ৬১ জন, ৩০ শতাংশ পেয়েছেন ৩১ জন শিক্ষার্থী। সবমিলিয়ে দুইদিনে শতভাগ থেকে ২০ শতাংশ পর্যন্ত সর্বমোট এক হাজারের অধিক শিক্ষার্থীকে বিভিন্ন সংখ্যা পরিমাণ স্কলারশিপে ভর্তি হয়ে দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে ড্রয়িংরুমের একটি মাত্র কম্পিউটারে ব্যক্তিগত ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বিডিকলিং আইটি লিমিটেডের পথচলা শুরু হয়। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ১২০০ কর্মীর পরিবারে পরিণত হয়েছে। এমনকি বর্তমান সময়ে দেশে ক্রমবর্ধমান বেকারত্বের কথা বিবেচনা করে আগামী ২০৩০ সালের মধ্যে আইটি সেক্টরে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে বিডিকলিংয়ের। বিশাল সংখ্যক এই কর্মসংস্থানের সুযোগ পাবেন বিডিকলিং একাডেমিতে দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীরা, যেখানে দক্ষ প্রশিক্ষকের পাশাপাশি হাত-কলমে শেখার সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটিতে।
এতে আরও বলা হয়, এখন পর্যন্ত বিডিকলিং একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেড় শতাধিক শিক্ষার্থী তাদের নিজেদের বেকারত্ব ঘুচিয়েছেন। এছাড়াও ‘ম্যাক-টেক সলিউশন্স’, ‘ওয়ান আইডিয়া সলিউশন্স’, ‘আরটুএ’, ‘মাকরাম আইটি’সহ বিভিন্ন স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন বিডিকলিং একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা।
যেসব বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ–
বিডিকলিং একাডেমি কম্পিউটার টেকনোলজি বিষয়ক ৬০টিরও অধিক বিষয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– অ্যাপ ডেভেলপার উইথ ফ্লাটার, মার্ন স্টাক ডেভেলপার, নেটওয়ার্কিং, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, অ্যাডভান্স এক্সেল এক্সপার্ট, ভিডিও অ্যান্ড মোশন এডিটর, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ইউএক্স/ইউআই ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওরাকল ডেটাবেইজ, সাইবার সিকিউরিটি।
টিআই/এসএমএইচ