আইফোন তৈরি করবে টাটা ইলেকট্রনিক্স
ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। সেখানেও অ্যাপল পণ্যের বেশ চাহিদা রয়েছে। ফলে দেশটিতে ক্রমেই উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল।
তাইওয়ানের চুক্তিভিত্তিক সংস্থা পেগাট্রনের ভারতে থাকা একমাত্র আইফোন তৈরির কারখানার ৬০ শতাংশ অংশীদারিত্ব কিনে নিচ্ছে টাটা ইলেকট্রনিক্স। দুই সংস্থার সমন্বয়ে উৎপাদনের পাশাপাশি চাহিদাও বাড়বে বলে আশাবাদী কোম্পানিটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জানা গেছে, পেগাট্রন ভারতে থাকা তাদের একমাত্র আইফোন কারখানাটির অংশীদারিত্ব বিক্রির চিন্তা করছে। সেই সময়ই উঠে এসেছিল টাটা ইলেকট্রনিক্সের নাম। আগামী শুক্রবার তামিলনাড়ুতে ঘরোয়াভাবে পেগাট্রন ও টাটার চুক্তির কথা রয়েছে।
মূলত সংস্থাটির ৬০ শতাংশ অংশীদারিত্ব যেতে চলেছে টাটার হাতে। পরবর্তীতে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার অনুমোদনের জন্য আবেদন করবে দুই সংস্থা। পেগাট্রনের এই কারখানা হাতে পেলে এটি ভারতে টাটা গ্রুপের তৃতীয় আইফোন তৈরির কারখানা হবে। যার ফলে স্বাভাবিকভাবেই ভারতে আইফোন উৎপাদন বাড়বে। বাড়বে বিশ্বে ভারত থেকে আইফোন সরবরাহের পরিমাণও। আগে যা ছিল ১২ থেকে ১৪ শতাংশ, তা বেড়ে হয়েছে ২০-২৫ শতাংশ।
উল্লেখ্য, রপ্তানির পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বাজারেও ভালো করছে অ্যাপল। ২০২২-২৩ অর্থবছরে ৭০ লাখের কিছু কমসংখ্যক আইফোন বিক্রি হয়েছে ভারতে। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে রেকর্ড ৯০ লাখ থেকে ১ কোটি আইফোন বিক্রির লক্ষ্য রয়েছে কোম্পানিটির।