স্যামসাংয়ে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করবেন যেভাবে
স্যামসাংয়ে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করার জন্য কিছু উপায় অবলম্বন করতে হবে। সেটিংস অপশন থেকে এ উপায় অবলম্বন করা যায়। আজ আপনাকে জানাবো স্যামসাং স্মার্টফোনে যেসব উপায়ে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করবেন সে সম্পর্কে-
প্রথম ধাপ
বিজ্ঞাপন
এ ধাপে স্মার্টফোনের সেটিংস অপশনে যেতে হবে। এবার কানেকশনস-এ ট্যাপ করতে হবে। তারপর ওয়াই-ফাই নামে একটি অপশন আসবে। মনে রাখবেন, ওয়াই-ফাই নেটওয়ার্কটি ডব্লিউপিএ, ডব্লিউপিএ-পিএসকে বা ডব্লিউইপি দ্বারা সংরক্ষিত থাকা বাধ্যতামূলক।
দ্বিতীয় ধাপ
এবার ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে আপনার ডিভাইসকে সংযুক্ত করতে হবে। তারপর কানেক্টেড নেটওয়ার্কের ডান দিকে গিয়ার আইকনটিতে ট্যাপ করতে হবে।
তৃতীয় ধাপ
এ পর্যায়ে কিউআর কোড টাইটেলের একটি আইকনে ট্যাপ করতে হবে। তখন স্ক্রিন অটোমেটিক উজ্জ্বল হয়ে উঠবে এবং কিউআর কোড দেখাবে। এখন সেটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন।
এইচএকে/আরআর/এএ