ফেসবুকে ট্রাস্টেড কনট্যাক্টস যুক্ত করবেন যেভাবে
ফেসবুকের বিভিন্ন সমস্যার সমাধানে ট্রাস্টেড কনট্যাক্টস সহায়ক একটি মাধ্যম। এতে আপনার বিশ্বস্ত তিন থেকে পাঁচ জন বন্ধুকে নিয়ে একটি চার্ট তৈরি করার সুযোগ রয়েছে।
বর্তমানে ফেসবুক ব্যবহারকারীদের জন্য হ্যাকিং বড় একটি সমস্যায় রূপ নিয়েছে। অনেকের আইডি হ্যাক হলে সেটি ফিরিয়ে আনা সম্ভব হয় না। কিন্তু ট্রাস্টেড কনট্যাক্টস ব্যবহার করলে সহজেই হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফেরত পাওয়া যায়।
বিজ্ঞাপন
ট্রাস্টেড কনট্যাক্টস কী?
ফেসবুকের অন্যতম ফিচার ট্রাস্টেড কনট্যাক্ট। এর মাধ্যমে পরিচিত মানুষকে অন্তর্ভুক্ত করা যায়। বিশ্বস্ত বন্ধুদের নিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি>অ্যাকাউন্ট সেটিংস>সিকিউরিটি>ইওর ট্রাস্টেড কনট্যাক্টস>চুজ ট্রাস্টেড কনট্যাক্টস- প্রক্রিয়াটি অনুসরণ করা হয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা পরামর্শ দেন, হ্যাকিং এড়াতে ট্রাস্টেড কনট্যাক্টস ফিচার ব্যবহার করা উচিত।
কীভাবে ব্যবহার করবেন?
কম্পিউটার ও স্মার্টফোন উভয় ডিভাইসে ট্রাস্টেড কনট্যাক্টস ব্যবহার করা যায়।
কম্পিউটার
প্রথমে ডান দিকে নোটিফিকেশনের পাশের বাটনে ক্লিক করুন। তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করুন।
অ্যাকাউন্ট সেটিংস সিলেক্ট করার পর সিকিউরিটি অ্যান্ড লগ-ইন সিলেক্ট করুন।
এবার নিচে স্ক্রল করলে দেখা যাবে সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি সেকশন। এখানে চুজ থ্রি টু ফাইভ ফ্রেন্ডস টু কনট্যাক্ট ইফ ইউ আর লকড আউট অপশনের এডিট বাটনটি ক্লিক করুন।
এবার ইওর ট্রাস্টেড কনট্যাক্টস আর ফ্রেন্ডস হু ইউ চুজ হু ক্যান সিকিউরলি হেল্প ইফ ইউ এভার হ্যাভ ট্রাবল অ্যাকসেসিং ইওর অ্যাকাউন্ট লেখাটি দেখতে পাবেন। সেখানে চুজ ফ্রেন্ড বাটনে ক্লিক করুন।
তারপর হোয়্যাট আর ট্রাস্টেড কনট্যাক্টস শিরোনামে একটি ডায়লগ বক্স আসবে। এখানে চুজ ট্রাস্টেড কনট্যাক্টস ক্লিক করুন।
এবার একটি টেক্সট বক্স আসবে। সেখানে বিশ্বস্ত বন্ধুদের আইডি মেনশন করুন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করুন।
স্মার্টফোন
কম্পিউটারের মতো স্মার্টফোনের নোটিফিকেশনের ডান দিকে ক্লিক করুন।
স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সিলেক্ট করুন। এবার অ্যাকাউন্ট সেটিংস ও সিকিউরিটি অ্যান্ড লগ-ইন সিলেক্ট করুন।
সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি সেকশনে ট্রাস্টেড কনট্যাক্টস অপশনের চুজ ট্রাস্টেট কনট্যাক্টস বাটনটি ক্লিক করুন।
একটি ডায়লগ বক্স আসবে। সেখানে চুজ ট্রাস্টেড কনট্যাক্টস ক্লিক করুন।
এবার আসবে একটি টেক্সট বক্স। সেখানে আপনি যাদের সঙ্গে ঘনিষ্ঠ তাদের নাম মেনশন করে দিন। তারপর কনফার্ম অপশন সিলেক্ট করুন।
এইচএকে/আরআর/এএ