আইফোন ১৩ সিরিজ আসতে পারে এই সেপ্টেম্বরে। তবে এর বিভিন্ন ফিচার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে দানা বেঁধেছে কল্পনা। 

সিরিজটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আশার কথাও জানাচ্ছেন ব্যবহারকারীরা। এর মধ্যে জানা গেছে আইফোন ১৩ সিরিজে ফেস চিপসহ অন্যান্য ছোট চিপ ব্যবহার করতে পারে অ্যাপল। 

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ডিজিটাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন সিরিজে ছোট ভিসিএসইএল (ভার্টিক্যাল-ক্যাভিটি সারফেস এমিটিং লেজার) চিপ ব্যবহার করা হতে পারে। সে কারণে নচের আকৃতি ছোট হয়ে আসতে পারে। 

যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি আইফোনের পাশাপাশি পরবর্তীতে আইপ্যাডেও এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে। এর ফলে আইফোনের নতুন সিরিজ সম্পর্কে ব্যবহারকারীরা বেশিই আশা করছেন। এর মধ্যে উল্লেখ করার মতো হলো এতে রিয়ার ক্যামেরার সেট-আপ বড় হতে পারে। 

অনেকে মনে করছেন, সিরিজটির প্রো-ভ্যারিয়েন্টগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। 

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জিএসএম আরএনএ বলেছে, আইফোন ১৩ সিরিজের সব স্মার্টফোনে অ্যাপল এ-১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হবে। 

কয়েক মাস আগে একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাপল বলেছিল, নতুন সিরিজের নচ কাটিং আরও ছোট করা হবে। গত মাসে সংশ্লিষ্ট কিছু রেন্ডারের ব্যাপারে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেছিলেন, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি বোধহয় নচ সেন্সরকে আবারও আকর্ষণীয় করে তৈরি করতে চাইছে। 

এইচএকে/এএ