বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে ঘরে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে। ঘরবন্দী মানুষের অবসর কাটানোর জন্য ই-কমার্স বিষয়ক প্রতিষ্ঠান অ্যামাজন চালু করেছে ‘মিনি টিভি’ ফিচার। 

মিনি টিভিতে বিনামূল্যে ওয়েব সিরিজ, কমেডি শোসহ একাধিক ভিডিও দেখার সুযোগ রয়েছে। শনিবার শপিং অ্যাপ অ্যামাজন ইন্ডিয়ায় ফিচারটি চালু করা হয়েছে। 

প্রতিষ্ঠানটি এক ব্লগপোস্টে বলেছে, অ্যামাজনের শপিং অ্যাপের মিনি টিভিতে বিনামূল্যে ওয়েব সিরিজ থেকে শুরু করে কমেডি শো পর্যন্ত যেকোনো ভিডিও দেখার এবং ঘরে বসে চাহিদামতো পণ্য অর্ডার করার ব্যবস্থা রয়েছে। 

অ্যামাজন আরও বলেছে, এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। তবে আগামীতে আইফোনে এটি চালুর পরিকল্পনাও রয়েছে। 

নতুন ‘মিনি টিভি’ ফিচারটি অ্যামাজনের আরেকটি ভিডিও প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’র চেয়ে একেবারেই আলাদা। প্রাইম ভিডিওতে সাবস্ক্রাইবের অপশন রয়েছে। কিন্তু মিনি টিভিতে বিনামূল্যে ভিডিও দেখার সুযোগ রয়েছে। 

এইচএকে/এএ