এমন একটা সময় আসবে যখন ডিজিটাল কমার্স (ই-কমার্স) ছাড়া আর কোনো ব্যবসাই থাকবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার (৯ মে) দেশব্যাপী ডিজিটাল কমার্স সম্প্রসারণে ডাক বিভাগের উদ্যোক্তাদের সঙ্গে ই-ক্যাবের অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কীভাবে ডাক বিভাগের সাড়ে আট হাজার উদ্যোক্তা ই-ক্যাবের সঙ্গে ডিজিটাল কমার্স সেবাকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করবে সে বিষয়গুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, সামনের সময়টা হবে সম্পূর্ণরূপে ডিজিটাল কমার্সের সময়। সব ব্যবসাই ডিজিটাল ব্যবসায় রূপান্তর হবে। যেমন করে সব ব্যাংক আজ ডিজিটাল ব্যাংক হয়েছে ও সব মুদ্রণ ডিজিটাল মুদ্রণ হয়েছে। তাই আজকের তরুণদের ডিজিটাল যুগের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। এই দায়িত্ব সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও নিতে হবে।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দীন, ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই’র ই-কমার্স প্রধান রেজওয়ানুল হক জামি। সভাপতিত্ব করেন ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দীন শিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক অধিদফতরের পরিচালক এস এম হারুন অর রশিদ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোহাম্মদ শাহ আলম, ই-ক্যাবের অপারেশন ম্যানেজার শাওনসাহা জয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন।

ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, বর্তমানে ৭৫০টির মতো পোস্ট অফিসের মাধ্যমে ই-কমার্স পণ্য ডেলিভারি হচ্ছে। ডাক বিভাগের সক্ষমতা ব্যবহার করে এই সেবা শেষ মাইল পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে ই-ক্যাব। পাশাপাশি ডাক বিভাগের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের মজবুত ব্যবসায়িক ভিত্তি প্রতিষ্ঠা করতে সম্ভাব্য সহযোগিতা করা হবে।

রেজওয়ানুল হক জামি মাল্টিমিডিয়া পরিবেশনায় কীভাবে ডাক বিভাগের উদ্যোক্তারা বিভিন্ন অনলাইন শপের মাধ্যমে যুক্ত হয়ে স্বাধীন উদ্যোক্তা হিসেবে ই-কমার্স সেবায় যুক্ত হয়েছেন তার একটি চিত্র তুলে ধরেন।

বৈঠকে ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেন, ডাক বিভাগ নিজেদের সক্ষমতাকে দক্ষতায় রূপান্তর করতে চায়। সেজন্য যুগোপযোগী কার্যক্রম গ্রহণের মাধ্যমে ডাক সেবাকে আধুনিক জীবনের উপযোগী করতে চায়।

তিনি বলেন, ই-কমার্স সেবার পরিধি বাড়াতে ডাক বিভাগের বিস্তৃত অবকাঠামো ও প্রান্তিক কর্মীদের সংযুক্ত করা এখন সময়ের দাবি। বিশেষ করে ডাক বিভাগের অধীনে যেসব স্বাধীন উদ্যোক্তা রয়েছে তারাও এর সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রান্তিক ক্রেতা-ভোক্তাদের ডিজিটাল বাণিজ্যে যুক্ত করছে।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নেন শপআপ ডিরেক্টর করপোরেট অ্যাফেয়ার্স রেজা আলি মাহমুদ, দারাজ.কম.বিডি’র চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, আজকেরডিল.কম’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ.কে.এম ফাহিম মাশরুর, ধামাকা শপিং বিডি’র ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন চিশতি।

প্রসঙ্গত, ইতোপূর্বে ডাক বিভাগের সঙ্গে ই-ক্যাবের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ই-ক্যাব ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের ডাকঘরগুলোকে ই-কমার্স সেবার আওতায় আনতে কাজ করবে।

একে/এসএসএইচ