ল্যাপটপ আনবে রিয়েলমি
রিয়েলমি সম্প্রতি স্মার্টফোনের পাশাপাশি বাজারে এনেছে ওয়্যারলেস ইয়ারবাড, ফিটনেস ব্র্যান্ড ও স্মার্টওয়াচ। কেবল বাকি ছিল ল্যাপটপ। এবার সেটিও আনতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি। রিয়েলমি জানিয়েছে, চলতি বছরের মধ্যেই ল্যাপটপ বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি রিয়েলমি ইন্ডিয়া ফোরামের সমীক্ষায় ভারতীয় ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্ন করা হয়। এসব প্রশ্নের মধ্যে অন্যতম ছিল তারা রিয়েলমি স্মার্টফোন ব্যবহার করেন কি না এবং রিয়েলমি স্মার্টফোন ব্যবহার করে তারা সন্তুষ্ট কি না? এছাড়াও প্রশ্ন করা হয়েছে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ সম্পর্কে।
বিজ্ঞাপন
প্রযুক্তি বিশেষজ্ঞরা অনুমান করে বলেছেন, চলতি বছরের শেষ দিকে ল্যাপটপ নিয়ে আসতে পারে রিয়েলমি। মূল্য হতে পারে ৫০ হাজারের নিচে। একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিশেষজ্ঞদের অনুমান সত্য হলে ল্যাপটপটি রেডমিকেও টেক্কা দেবে। অল্প সময়ের মধ্যে ভারতের স্মার্টফোন এবং অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্যের বাজারে ব্যবহারকারীর মন জয় করতে সক্ষম হয়েছে রিয়েলমি। লঞ্চিংয়ের কয়েক বছরের মধ্যেই ভারতের জনপ্রিয় ব্র্যান্ড হয়ে ওঠে এটি।
সূত্র: ইন্ডিয়া টুডে
এইচএকে/আরআর/এএ