গুগলের ডুডল

মাস্ক পরার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি করোনাভাইরাসের টিকা নিতে উদ্বুদ্ধ করতে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।

গুগল ডট কমে প্রবেশ করলে দেখা যাবে মাস্ক পরে আছে গুগলের প্রতিটি অক্ষর। মনে হবে যেন গুগল মাস্ক পরে আছে। শনিবার (১ মে) বিশেষ এ ডুডল প্রকাশ করেছে গুগল।

ডুডলে মাউসের (কম্পিউটার) কার্সর রাখলে বা হাতের (স্মার্টফোন) স্পর্শ দিলে টিকা নেঅয়ার পাশাপাশি মাস্ক পরতে বলা হচ্ছে। সঙ্গে সুস্থ থাকার আহ্বান জানানো হয়েছে। ইংরেজিতে লেখা ভেসে উঠছে- গেট ভ্যাকসিনেটেড, ওয়্যার অ্যা মাস্ক। সেভ লাইভ। 

ডুডলটিতে ক্লিক করলে কোভিড ভ্যাকসিন নিয়ার মি নামক একটি পেজ চলে আসছে। সেখানে করোনাভাইরাসের সর্বশেষ আপডেট নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রদর্শন হচ্ছে। এছাড়া বাংলাদেশে টিকা নেওয়ার যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। এছাড়া বিশ্বস্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটসহ করোনাভাইরাস নিয়ে নানা তথ্য পাওয়া যাচ্ছে।

একে/আরএইচ