করোনায় ভারতে বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা
মানুষের জীবনের গতি প্রবাহকে পুরোপুরি বদলে দিয়েছে মহামারি করোনাভাইরাস। এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিসের কাজ সবই চলছে এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতিতে। এসব কাজে ব্যবহার করা হচ্ছে গুগল মিট, জুম, ওটিটি-সহ আরও অনেক অ্যাপ।
করোনা পরিস্থিতিতে সার্বিকভাবে বেড়েছে ভারতে ইন্টারনেট নির্ভরতা এবং ব্যবহার। সম্প্রতি দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭৯৫.১৮ মিলিয়নের (৭৯.৫১৮ কোটি) অংক স্পর্শ করেছে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির (টিআরএআই) পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞাপন
টিআরএআই-এর পরিসংখ্যান থেকে জানা যায়, ভারতে ইন্টারনেটের ব্যবহার বেড়েই চলেছে। ২০২০-২০২১ অর্থবছরের ডিসেম্বর প্রান্তিকের ফলাফলের ওপর নির্ভর করেই এই প্রতিবেদন তৈরি হয়েছে। এ সময়ে দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আগের চেয়ে ২.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই অর্থবছরে সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৭৭৬.৪৫ মিলিয়ন, যা ডিসেম্বরের চেয়ে (৭৯৫.১৮ মিলিয়ন) অনেকটাই কম।
ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা মূলত দুই ভাগে বিভক্ত। একদল ওয়্যারলেস ও অপরপক্ষ ওয়ার্ড ইন্টারনেট পরিষেবার ভক্ত। তবে ওয়্যারলেস উপভোক্তাদের চেয়ে দেশের ওয়ার্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই কম। এই মুহূর্তে ভারতে প্রায় ৭৬৯.৬৪ মিলিয়ন মানুষ ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করছেন।
অন্যদিকে ইন্টারনেট উপভোক্তাদের একাংশ ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন। আপাতত এই ধরনের মানুষের সংখ্যা প্রায় ৭৪৭.৪১ মিলিয়ন। বাকি ৪৭.৭৭ মিলিয়ন মানুষ ন্যারোব্যান্ড কানেকশন ব্যবহার করেন।
এমএইচএস