দেশের ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান সমূহের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাজীপুরের কোকোমো সানসেট রিসোর্টে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের প্রায় ৩০টির বেশি ডোমেইন হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ও তাদের কর্মীরা অংশগ্রহণ করেন।

এই আয়োজনের গোল্ড স্পন্সর ছিল ঢাকাকোলো প্রাইভেট লিমিটেড, সিলভার স্পন্সর হিসেবে ছিল হেক্সাজেন ও হোস্টএভার। মিডিয়া পার্টনার ছিল ঢাকা পোস্ট।

দিনব্যাপী এই মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট। এতে চ্যাম্পিয়ন হয় এক্সন হোস্ট ও রানার্স আপ হয় ড্রিম লাইন আইটি।

সন্ধ্যায় এক সমাপনী অনুষ্ঠানে আয়োজনের আহ্বায়ক সালেহ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ড্রিম লাইন আইটির ফাউন্ডার মোর্তজা আহমেদ, এক্সনহোস্টের চেয়ারম্যান মাসুমুল হক, হোস্টএভারের মাহমুদুল হাসান ও হেক্সাজেনের রাসেল আহমেদ।

আয়োজনের সমন্বয়ক শাকিল আরেফিনের ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।