ফার্স্ট ডেটাস্কেপ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডেভেলপমেন্ট রিসার্চ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর মিরপুরে ডেটাস্কেপের নিজস্ব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এ গবেষণা সম্মেলনে দেশ ও দেশের বাইরের একাধিক গবেষক কি-নোট স্পিকার ও আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। ভার্চুয়াল ও সরাসরি দুই প্রক্রিয়াতেই ওই রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন এটুআই আইসিটি ডিভিশনের চিফ ই গভর্ন্যান্স স্পেশালিস্ট ড. ফরহাদ জাহিদ শেখ, বিশেষ অতিথি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেলথ স্ট্যাটিস্টিকস ও ডেমোগ্রাফিক এক্সপার্টএমডি কপিল আহম্মেদ। 

এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন কনফারেন্সের কনভেনার ডেটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেশনের ম্যানজিং ডিরেক্টর, পিএইচডি গবেষক রাকিব হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান মডারেট করেন ডেটাস্কেপের অ্যাসিসট্যান্ট ম্যানেজার মানজির হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভিন্ন ভিন্ন সময়ে থিমেটিক তিনটি বিষয়ের ওপর দেশি ও বিদেশি গবেষকগণ তাদের পেপার প্রেজেন্টেশন করেন ও তার ওপর বিষয় বিশেষজ্ঞরা আলোচনা করেন।

ফোর্থ ইন্ড্রাস্ট্রিয়াল রেভেুলেশন অ্যান্ড স্মার্ট বাংলাদেশ শীর্ষক থিমেটিক ডিসকাশনে কি-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.খান মেহেদী হাসান। ওই সেশনটিতে আলোচক হিসবে অংশগ্রহণ করেন আইসিটি ডিভিশনের চিফ ই গভর্ন্যান্স স্পেশালিস্ট ড. ফরহাদ জাহিদ শেখ ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. এমডি নুরুল আমিন। সেশনটি মডারেট করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ও বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিংয়ের ডিরেক্টর নবনীতা চক্রবর্ত্তী।

সাসটেইনেবল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল শীর্ষক থিমেটিক ডিসকাশনে কি-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের  সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ সেনবটার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিংয়ের চেয়ারপার্সন পিএইচডি গবেষক মিলি রহমান। সেশনটিতে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী ও বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিংয়ের ভাইস চেয়ারম্যান ড. শাহিনুর রশিদ। সেশনটিতে মডারেটর হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ও বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিংয়ের ডিরেক্টর ইমরান হাসান শিমূল (তরু)।

জেন্ডার ডেভেলপমেন্ট, রিলিজিয়াস হারমোনি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন শীর্ষক থিমেটিক ডিশকামনে কি-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রায়হান এম শরীফ। উক্ত সেশনটিতে আলোচক হিসবে অংশগ্রহণ করেন ভারতের বিআইটিএমের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাহিদা বানু ও দ্যা এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার এমডি জয়নাল আবেদিন। সেশনটি মডারেট করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের সহকারী অধ্যাপক   আল জামাল মোস্তফা সিন্ধানী তমাল।

আন্তর্জাতিক এ উন্নয়ন গবেষণা সম্মেলন সম্পর্কে কনভেনার রাকিব হোসাইন বলেন, ডেটাস্কেপ বৃহৎ পরিসরে আন্তর্জাতিক অঙ্গনের নানাবিধ প্রতিষ্ঠানের সাথে একত্রিত হয়ে এমন উন্নয়ন গবেষণা সম্মেলনের আয়োজন প্রতিবছর করতে আগ্রহী, প্রয়োজনীয় পদক্ষেপ ও আর্থিক সহযোগিতা পেলে এমন সম্মেলন ও গবেষণা কার্যক্রমে ব্যাপ্তিকে বিশ্বময় তুলে ধরা সম্ভব।

সম্মেলনে আসা সবাইকে একই সুতোয় বেঁধে নিরন্তর গবেষণার কাজকে ত্বরান্বিত করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হতে যৌথভাবে এবারের কনফারেন্সটি ডেটাস্কেপের সঙ্গে আয়োজন করতে সহযোগী হয়েছে বাংলাদেশ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিং,  ওন্ট্রাপ্রেনার্স  ক্লাব অব বাংলাদেশ, গ্লোবাল ইডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টার, বিএমআরস, ডাটাস্কেপ আইটি লিমিটেড, ডেটাস্কেপ একাডেমি, মারনেট। 

পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল ঢাকাপোস্ট.কম।

এমএ