ভারতে ১৭ হাজার ৬৭২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ফক্সকনের
ভারতের বাজারে ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে তাইওয়ানের আইফোন প্রস্তুতারক সংস্থা হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি বা ফক্সকন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার ৬৭২ কোটি টাকা।
সম্প্রতি তাইওয়ান স্টক এক্সচেঞ্জের একটি ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে ফক্সকন।
বিজ্ঞাপন
বলা হয়েছে, অপরাশেনাল প্রয়োজনে এই বিনিয়োগ করা হবে। তবে এই নিয়ে আর কোনো বিশদ তথ্য সেই ফাইলিংয়ে দেওয়া হয়নি সংস্থার পক্ষ থেকে। এদিকে জানা যাচ্ছে, ফক্সকন ভারতে আইফোন তৈরির জন্য নতুন একটি ইউনিট খোলার পরিকল্পনা করছে। তবে এই নিয়ে সংস্থার মুখপাত্রকে কোনো কথা বলেননি।
উল্লেখ্য, ফক্সকনের সর্ববৃহৎ আইফোন প্রস্তুতকারক ইউনিট রয়েছে চীনে। তবে সাম্প্রতিক সময়ে চীনের আগ্রাসী মনোভাব এবং ওয়াশিটন-বেইজিং দ্বন্দ্বের আবহে ফক্সকনসহ তাইওয়ানের বিভিন্ন প্রযুক্তি সংস্থা অন্যত্র ব্যবসা বিস্তারের দিকে নজর দিয়েছে।
জানা যায়, ফক্সকনের ব্যবসার অর্ধেকেরও বেশি আইফোন প্রস্তুত করা ঘিরে। এই আবহে বিগত বহু বছর ধরে ভারতেও ফক্সকন আইফোন তৈরি করে চলেছে। সদ্য লঞ্চ হওয়া আইফোন ১৫-ও ভারতে তৈরি করছে ফক্সকন। তবে এখনও তারা সবচেয়ে বেশি আইফোন প্রস্তুত করে চীনের ইউনিটগুলিতে। তবে খুব শিগগিরই ভারতে তাদের কর্মক্ষমতা দ্বিগুণ করা হবে জানায় সংস্থাটির এক কর্মকর্তা।
এমএ