সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে ক্যারিয়ার প্রো বিডি’র উদ্যোগ
সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভার আয়োজন করেছিল তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার নিয়ে কাজ করা সংগঠন ক্যারিয়ার প্রো বিডি। বিশ্বজুড়ে অক্টোবর সাইবার সচেতনতা মাস হিসেবে উদযাপন করা হয়। তারই অংশ হিসেবে সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর ঢাকা সিটি কলেজে বুধবার এই আলোচনা সভার আয়োজন করে ক্যারিয়ার প্রো বিডি।
সভায় স্টার সিনেপ্লেক্স এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও ক্যারিয়ার প্রো বিডি’র উপদেষ্টা লায়লা নাজনীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ। সভায় সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কলেজের শতাধিক শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দেন রূপালী ব্যাংকের সিনিয়র প্রোগ্রামার ও সাইবার সিকিউরিটি এনালিস্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস অডিটর জি.এম ফারুক। শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সময় সাইবার অপরাধের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘থট অব শামস’ পেইজের প্রতিষ্ঠাতা শামস আফরোধ চৌধুরী।
বিজ্ঞাপন
ডাবিং ডিরেক্টর এবং ভয়েস আর্টিস্ট সোহেলি আজিজ মৌ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ফোকাস অন এর সহকারী ব্যবস্থাপক দিদারুল ইসলাম রিয়াদ, সাইকোথেরাপিস্ট ও কাউন্সিলিং বিশেষজ্ঞ তন্বীতা ঘোষ, দৈনিক কালবেলার আইসিটি রিপোর্টার সোলায়মান হোসেন শাওন, দন্ত চিকিৎসক সাজ্জাদ আমান হিমেল সহ অন্যান্যরা।
এমন একটি অনুষ্ঠানের আয়োজনে ক্যারিয়ার প্রো বিডিকে সাধুবাদ জানিয়ে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ বলেন, এটা সময়োপযোগী একটি আয়োজন। বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ পরিমাণ সতর্ক ও সচেতন থাকা উচিত। সাইবার অপরাধের সর্বাধিক শিকার তরুণরা। তাই তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত।
লায়লা নাজনীন বলেন, ক্যারিয়ার প্রো বিডি তরুণ শিক্ষার্থী এবং পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার বিষয়ে কাজ করে। তরুণদের মেন্টরিং, ওয়ান-টু-ওয়ান সেশন, কাউন্সিলিং এর মতো কাজগুলো করে আসছে এই সংগঠন। তরুণদের মাঝে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা খুবই প্রয়োজনীয় একটি বিষয়। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠার পর, মাঝে করোনার দুই বছর বাদ দিয়ে, প্রতিবছরই শিক্ষার্থীদের জন্য আমরা এই আয়োজনটি করে থাকি।