করোনা মহামারি যখন আবার বাড়ছে তখন লিঙ্কডইনে চলছে চাকরির নামে হ্যাকারদের প্রতারণা। সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে গিজমোডো। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ই-সেনটায়ার নামে একটি সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা দাবি করছে ব্যবহারকারীদের ডিভাইসে সুশৃঙ্খল ক্যাম্পেইনের মাধ্যমে হ্যাকাররা প্রবেশের চেষ্টা করছে। তাদের একটি দল চাকরির নামে প্রতারণা করে চাকরিপ্রার্থীদের ডিভাইসে রিমোট কোড এক্সিকিউশনের চেষ্টা করে আসছে। 

রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে হ্যাকাররা ল্যাপটপ ও কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে। তবে স্মার্টফোন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তারা অন্য উপায় অবলম্বন করে। বিশ্বব্যাপী হ্যাকারদের এই দল ‘গোল্ডেন চিকেনস’ নামে পরিচিত। 

ব্যবহারকারীদের যেভাবে টার্গেট করে হ্যাকাররা 

চাকরির অফার দিয়ে সরাসরি ব্যবহারকারীকে মেসেজ পাঠায় হ্যাকাররা। চাকরির অফারের মেসেজে থাকে একটি জিপ ফাইল। এর মধ্যেই ম্যালওয়্যার লুকিয়ে রাখা হয়। যা ব্যবহারকারীর ডিভাইসে ঢুকতে হ্যাকারকে সাহায্য করে। 

লিঙ্কডইন কি বলছে? 

হ্যাকারদের চাকরির নামে প্রতারণার বিষয়ে লিঙ্কডইন বলছে, ‘এর মাধ্যমে প্রতিদিন লক্ষাধিক ব্যবহারকারী চাকরি খুঁজছেন। বেশিরভাগ ব্যবহারকারী চাকরির আবেদন করার সময়ই চাকরির ধরন, কোম্পানির আকার ও নিয়োগকারী সম্পর্কে বিস্তারিত জেনে নেন। চাকরির নামে হ্যাকারদের এমন প্রতারণা আমরা কখনোই সমর্থন করি না। ফেক অ্যাকাউন্ট ও পেমেন্টের মাধ্যমে যারা ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণা করেন, অটোমেটেড ও ম্যানুয়াল সিস্টেম ব্যবহার করে তাদের আমরা ব্লক করে দিই এবং তাদের পোস্টও সরিয়ে দিই।’ 

হ্যাকারদের প্রতারণা থেকে বাঁচার উপায় 

মনে রাখতে হবে, লিঙ্কডইন প্রোফাইলে কেউ চাকরির অফার দিয়ে মেসেজ করেন না। চাকরির অফার কোম্পানির পক্ষ থেকেই এসে থাকে। তারপর সেখানে অ্যাপ্লাই করতে হয় অথবা কোম্পানির ই-মেইলে সিভি পাঠাতে হয়। হ্যাকারদের প্রতারণা থেকে বাঁচার জন্য লিঙ্কডইন মেসেজে কোনো ব্যক্তির চাকরির অফার এড়িয়ে যেতে হবে। যদি কোনো প্রোফাইল থেকে জিপ ফাইলসহ মেসেজ আসে, তাহলে কোনোভাবেই সেখানে ক্লিক করা উচিত হবে না। 

এইচএকে/এএ