বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ম্যাসেজিং মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বন্ধু, আত্মীয় কিংবা অফিসের লোকজনের সঙ্গে ম্যাসেজে যোগাযোগ করে এটি সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম। বর্তমানে সঙ্গী কিংবা বিশেষ বন্ধুর সঙ্গে কথা বলার সময়ও হোয়াটসঅ্যাপ যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তবে অনেক সময় এমন কিছু পরিস্থিতি সামনে চলে আসে যখন বন্ধু বা সঙ্গী আপনার ওপর রাগ করে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয়।

অযাচিত এই ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে হয় অনেককেই। তবে জানেন কি, ব্লক হওয়ার পরও আপনি তাকে মেসেজ করতে পারবেন। মাত্র দুই মিনিটেই নিজেকে আনব্লক করা সম্ভব।

কীভাবে আনব্লক করবেন  চলুন জেনে নেই
শুরুতে আপনাকে নিশ্চিত হতে হবে ওই নির্দিষ্ট ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে। প্রথমে একবার মেসেজ পাঠানোর চেষ্টা করুন। যদি বার্তার নিচে ডাবল টিক না হয় ও শুধুমাত্র সিঙ্গেল টিক থেকে যায়, তা হলে বুঝবেন  আপনাকে ব্লক করা হয়েছে। এর পর আপনি নিজেকে আনব্লক করতে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতে হবে। এর পর ইন্সটল করে নতুন করে সাইন আপ করুন। এর পর সহজেই আনব্লক হতে পারবেন। তবে এর জন্য আপনাকে আপনার লিস্টের যে কোনো বন্ধুর সাহায্য নিতে হবে।

এমএসএ