করোনা মহামারিতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক পরে থাকার বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। কিন্তু বলা হচ্ছে না, স্মার্টফোন ব্যবহারের মাধ্যমেও করোনা ছড়াতে পারে। সারাদিন যে ফোন ব্যবহৃত হয় সেই ফোনেই যদি প্রাণঘাতী করোনাভাইরাস ঘাপটি মেরে থাকে তাহলে হাত ধোয়া ও মাস্ক পরার অভ্যাস করে লাভ কি? করোনা থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখার জন্যও সচেতনতা অবলম্বন করা উচিত। 

কি বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা?

নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব মেনে চলা এবং স্যানিটাইজার ব্যবহার করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে সাহায্য করে। কিন্তু প্রতিদিনই যে স্মার্টফোন আমরা ব্যবহার করছি, সেই স্মার্টফোন থেকেও করোনা ছড়াতে পারে। এমনটাই বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিশেষ করে প্রযুক্তি বিশেষজ্ঞ রাজিব মাখনি বলেন, কাছাকাছি বা সামনাসামনি কারও সঙ্গে কথা বলার চেয়েও বেশি ভাইরাস ছড়ায় ফোনে কথা বলার সময়। 

কি বলছেন বিজ্ঞানী ও গবেষকরা?

গবেষণায় দেখা গেছে, স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকে ২-৩ দিন পর্যন্ত করোনাভাইরাস জীবন্ত থাকে। অর্থাৎ স্মার্টফোনেও করোনাভাইরাস লুকিয়ে থাকতে পারে। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার মতোই ‘হাই-টাচ’ সারফেস স্মার্টফোন মাঝেমধ্যেই পরিষ্কার করতে হবে। স্মার্টফোন, মোবাইল হ্যান্ডসেট, কী-বোর্ড, ল্যাপটপ, ট্যাবলেটসহ প্রতিদিন ব্যবহৃত হয় এমন গ্যাজেট পরিষ্কার রাখা জরুরি। 

যেভাবে পরিষ্কার করবেন স্মার্টফোন

৭০ শতাংশ আইসোপ্রোপিল অ্যালকোহল রয়েছে এমন কিছু দিয়ে স্মার্টফোন বা অন্য যেকোনো গ্যাজেট পরিষ্কার করতে হবে।  নিয়মিত তিনবার করে স্মার্টফোন বা অন্য গ্যাজেট পরিষ্কার করতে হবে। অ্যালকোহলের মাধ্যমে স্মার্টফোন পরিষ্কার করা ব্যয় সাপেক্ষ। তাই অ্যালকোহলের বদলে এক লিটার পানিতে ১০ গ্রাম ব্লিচিং পাউডার মিশিয়ে নিতে পারেন। তারপর কাপড়ের সাহায্যে স্মার্টফোন পরিষ্কার করতে পারেন।

স্মার্টফোন পরিষ্কারের সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

সঠিক নিয়ম মেনে স্মার্টফোন পরিষ্কার করতে হবে। করোনা মহামারিতে স্মার্টফোন পরিষ্কার করাও সচেতনতার অংশ। স্মার্টফোন পরিষ্কারের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে-

১. পরিষ্কার করার জন্য কোনো তরল পদার্থ স্মার্টফোনে সরাসরি স্প্রে করা যাবে না। এতে স্মার্টফোন নষ্ট হতে পারে।

২. স্মার্টফোন বা অন্য কোনো গ্যাজেট পরিষ্কারের সময় কোথাও ডুবিয়ে রাখা যাবে না। এতে ব্যাটারির ক্ষতি হয়।

৩. স্মার্টফোন কোনোভাবেই ঘষামাজা করা যাবে না।

৪. পরিষ্কারের সময়ে স্মার্টফোনটি বন্ধ করে রাখুন। এতে স্মার্টফোনের ক্ষতি হবে না।

৫. স্মার্টফোন পরিষ্কারের সময় যেন চার্জার বা ডেটা ক্যাবল যুক্ত না থাকে।

এইচএকে/এএ