হোয়াটসঅ্যাপে এইচডি ভিডিও পাঠানোর সুবিধা
আবারো ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। ঘোষণা করা হয়েছে, শিগগিরই হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ফিচার যুক্ত হচ্ছে। এর মাধ্যমে উচ্চ মানের ভিডিও আদান-প্রদান করা যাবে।
এর আগে হোয়াটসঅ্যাপ এইচডি ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল। এবার এইচডি ভিডিও পাঠানোর ফিচার চালু করছে। এই আপডেট বর্তমানে বেটা সংস্করণে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
ওয়েবেটাইনফো জানিয়েছে, এইচডি ভিডিওর জন্য হোয়াটসঅ্যাপের ভার্সন আপডেট করতে হবে। তারপর ফিচারটি ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে। নতুন ফিচার চালু হলে ভিডিও পাঠানোর আগে দুটি সেটিংস থাকবে। যার মধ্যে একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি এইচডি।
নতুন ফিচার পেতে হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাদের হোয়াটসঅ্যাপে বেটা সংস্করণ 2.23.14.10-এ আপডেট করতে হবে।
এই ফিচার এখনো অ্যাপের সব ভার্সনের জন্য উন্মুক্ত করা হয়নি। বর্তমান ভার্সনে ছবি পাঠানোর সর্বোচ্চ সীমা ৩০ মেগাবাইট।
সম্প্রতি নতুন আরো একটি ফিচার নিয়ে এসেছে এই মেসেজিং অ্যাপ। সেটি হচ্ছে সময় ধরে চ্যাট পিন করা অর্থাৎ সবার উপরে থাকা চ্যাটের মেসেজটি কত সময় ধরে সেখানে থাকবে তা আগেই ঠিক করা যাবে।