৩৫ ঘণ্টার ব্যাকআপ সম্বলিত এফোরটেক বিএইচ৩০০ ব্লুটুথ ওয়ারলেস হেডসেট
দেশের আইটি বাজারে নতুন ওয়ারলেস হেডফোন নিয়ে এসেছে বাংলাদেশে এফোরটেক-এর একমাত্র অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। হেডফোনটি ২ ড্রামটেক সিরিজের, টানা ৩৫ ঘণ্টার ব্যাকআপ সম্বলিত বিএইচ-৩০০ ব্লুটুথ ওয়ারলেস হেডসেট।
নতুন এই হেডফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০ মিলিমিটারের হাইব্রিড ডায়াফ্রামের স্পিকার ইউনিট, যা আপনাকে দেবে আনকম্প্রোমাইজিং সাউন্ড কোয়ালিটি।
বিজ্ঞাপন
এই ওয়্যারলেস হেডসেটটির ব্লুটুথ সংস্করণ ৫.৩, যা যে কোনো ডিভাইসের সঙ্গে সংযোগটি স্থির রাখতে সাহায্য করবে। হেডসেটটির অপারেটিং রেঞ্জ আপটু ১০ মিটার অথবা ৩২ ফুট।
হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে ইকো-ফ্রেন্ডলি সফট সিলিকন হেডব্যান্ড ও কমফোর্টেবল লেদার এয়ার প্যাডস। যা ঘণ্টার পর ঘণ্টা কমফোর্টেবল ব্যবহার অভিজ্ঞতা দিতে সক্ষম। এর মাইক্রোফোনটি অমনি-ডিরেকশনাল। ক্রিস্টাল ক্লিয়ার কমিউনিকেশনের জন্য এটি ব্যাকগ্রাউন্ড নয়েজ হ্রাস করে। এতে আরও আছে ইউএসবি টাইপ-সি রিচার্জেবল। মাত্র ১৫ মিনিটের দ্রুত চার্জে উপভোগ করুন ৩ ঘণ্টার প্লেব্যাক সময়।
হেডসেটটির ব্যাটারি ব্যবহার করতে করতে শেষ হয়ে গেলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। ৩.৫ মিমি অডিও কেবল কানেক্ট করে এটি ওয়্যার মোডেও ব্যবহার করতে পারবেন।
হেডসেটটি কিনতে যোগাযোগ করুন নিকটস্থ গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আউটলেটে অথবা অথরাইজড ডিলার হাউজে। বিস্তারিত- ০১৭২৯২০০৩০০।
এফকে