টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডরসির একটি টুইট প্রায় ২৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। ২০০৬ সালের ২১ মার্চ তিনি ওই টুইট করেছিলেন। 

টুইটটি কিনেছেন সিনা ইসতাভি। তিনি মালয়েশিয়াভিত্তিক ব্লকচেইন কোম্পানি ব্রিজ ওরাকেলের প্রধান নির্বাহী। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সেন্টের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্যামেরন হেজাজি এ তথ্য নিশ্চিত করেছেন। 

৬ মার্চ টুইটারে জ্যাক ডরসি তার প্রথম টুইট বিক্রি করার ব্যাপারে জানান। এরপর ৭ মার্চ সেন্ট নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) প্ল্যাটফর্মের মাধ্যমের টুইটটি নিলামে তোলেন। জ্যাক ডরসির প্রথম টুইট ছিলো-

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সেন্টের প্রধান নির্বাহী জানিয়েছেন, টুইটটি ২৯ লাখ ডলারে বিক্রি করা হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। এটি সবার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে।

এনডিটিভি/এইচএকে/এএ