বাংলাদেশেই স্মার্টফোন তৈরি করবে মটোরোলা
বাংলাদেশেই স্মার্টফোন তৈরি করবে মটোরোলা। এজন্য সিম্ফনির কারখানা ব্যবহার করা হবে। এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে।
চুক্তি অনুযায়ী, মটোরোলা সিম্ফনির মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের মোবাইল ফোন ফ্যাক্টরিতে হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারিং করবে এবং বাংলাদেশে বাজারজাত করবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মটোরোলার সঙ্গে এডিসন গ্রুপের চুক্তি হয়। এসময় মটোরোলা তাদের নতুন দুইটি হ্যান্ডসেট দেশের বাজারে বিক্রির ঘোষণা দেয়। এগুলো হলো- মটো ই৩২ এবং মটো ই২২এস। এগুলোর দাম যথাক্রমে-১৫ হাজার ৯৯৯ এবং ১৪ হাজার ৯৯৯ টাকায়।
মটোরোলার সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং নতুন হ্যান্ডসেট উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ, চেয়ারম্যান আমিনুর রশীদ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আবু সায়েম, মটোরোলা ইন্ডিয়ার বিজনেস হেড হরিয়ম কুমার মিশ্রা এবং চিত্রনায়ক রিয়াজ।